লোকসভা নির্বাচনের প্রচারে আজ ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার আসানসোল, রানাঘাট এবং বীরভূমে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এই বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি মোদী-শাহ। আজকের সভায় এই নিয়ে শাহ কিছু বলেন কি না, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।
অন্য দিকে, ভোটের শুরু থেকেই টাটকা সন্দেশখালি ইস্যু। সম্প্রতি সন্দেশখালির বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। ওই ভিডিয়োগুলির পাল্টা শাহ এদিন কিছু বলেন কি না, সেদিকেও নজর রাখছেন রাজনীতির কারবারিরা।
বাংলায় ৩০-৩৫ আসন চায় বিজেপি
পশ্চিমবঙ্গে ৩০ থেকে ৩৫ টা আসন জিতবে বিজেপি। আজতককে দেওয়াএক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে বিজেপি ৩০ থেকে ৩৫ টা আসনে জয় পেতে চলেছে বিজেপি। তার কারণও ব্যাখ্যা করেন শাহ। তিনি বলেন, 'আমরা পশ্চিমবঙ্গে এবার ৩০ থেকে ৩৫ টা আসনে জিততে চলেছি, এতে কোনও সন্দেহ নেই।' এই প্রসঙ্গে তাঁর সংযোজন, 'আমি পশ্চিমবঙ্গে গত ৮ বছর থেকে কাজ করছি। আমি পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালভাবে জানি। তাই এই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি।' তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে তৃণমূল গুটিয়ে যাবে? শাহ জানান, তৃণমূল গুটিয়ে যাবে না, বিজেপি বড় হয়ে যাবে। নির্বাচনে হার-জিৎ রয়েছে, এবং এবার বিজেপির দিকে পাল্লা ঝুঁকছে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদী গত ১০ বছরে দেশকে দুর্নীতির গর্ত থেকে বের করে এনেছেন। তিনি বলেন, প্রতিপক্ষ ২৫ পয়সার অভিযোগ করতে পারে না। আজ প্রত্যেক দরিদ্র সুযোগ সুবিধা পাচ্ছে।মোদী বলেছিলেন যে যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে, দেশ সম্পূর্ণরূপে উন্নত এবং আত্মনির্ভরশীল হবে, এই নির্বাচনে দেশের মানুষ আবারও প্রধানমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করবে এই সংকল্প পূরণে। প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টিতে দেশের আস্থা রয়েছে। অমিত শাহ বলেছেন যে, দূরবীন দিয়েও আমরা অ্যান্টি-ইনকাম্বেন্সি দেখতে পাচ্ছি না।