Advertisement

Arjun Singh: TMC ছাড়ছেন? 'কিছুটা ভুল তো হয়েইছে,' জল্পনা জিইয়েই রাখলেন অর্জুন

আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা 'কিছুটা ভুল' বললেন অর্জুন সিং। এদিন সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চায়, টিকিট না পেয়ে এখন কি বিজেপি থেকে তৃণমূলে আসাটা ভুল মনে হচ্ছে? তার জবাবে অর্জুন সিং বলেন, 'কিছুটা ভুল তো হয়েইছে। আমাকে যোগ্য মনে হল না, এটা তো ভুলই।'

টিকিট না পেয়ে আশাহত অর্জুন সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2024,
  • अपडेटेड 2:48 PM IST
  • আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা 'কিছুটা ভুল' বললেন অর্জুন সিং।
  • সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চায়, টিকিট না পেয়ে এখন কি বিজেপি থেকে তৃণমূলে আসাটা ভুল মনে হচ্ছে? তার জবাবে অর্জুন সিং বলেন, 'কিছুটা ভুল তো হয়েইছে। আমাকে যোগ্য মনে হল না, এটা তো ভুলই।'
  • রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মঞ্চে ছিলেন অর্জুন সিং-ও। একে একে ৪২ জনের নাম ঘোষণা করা হয়। কিন্তু বাদ পড়েন অর্জুন।

আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা 'কিছুটা ভুল' বললেন অর্জুন সিং। এদিন সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চায়, টিকিট না পেয়ে এখন কি বিজেপি থেকে তৃণমূলে আসাটা ভুল মনে হচ্ছে? তার জবাবে অর্জুন সিং বলেন, 'কিছুটা ভুল তো হয়েইছে। আমাকে যোগ্য মনে হল না, এটা তো ভুলই।'

রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মঞ্চে ছিলেন অর্জুন সিং-ও। একে একে ৪২ জনের নাম ঘোষণা করা হয়। কিন্তু বাদ পড়েন অর্জুন। তাঁর বদলে ব্যারাকপুরে প্রার্থী করা হয় নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। এরপরেই সংবাদমাধ্যমের সামনে নিজের 'শক' প্রকাশ করেন অর্জুন। বলেন, 'আগে জানলে আসতাম না।' 

সোমবার সেই 'শক' সামলে অনেকটা ধাতস্থ অর্জুন। নিজেই বললেন সেকথা। তবে এখনও আগের সুরেই বললেন, 'এটা একটা দুঃখজনক ঘটনা।' তিনি আরও বলেন, 'কীসের জন্য হয়েছে জানি না। দল হয় তো বুঝেছে কোনও কারণে আমার থেকে ভাল নেতা রয়েছে।'

পার্থ ভৌমিককে নিয়ে কী ভাবছেন?
অর্জুন বলেন, 'পার্থ বলেছিল দেখা করবে। কিন্তু ব্যস্ত, পরে হবে। সিটিং এমপি ছিলাম বলেই তো এখন আসবে। বহুদিন ধরে আসেনি, বড় নেতা হয়ে গিয়েছে।' 

পার্থ ভৌমিক জিতবে? প্রশ্নের উত্তর দিতে গিয়েও কিছুটা হেঁয়ালি করলেন। সরাসরি কোনও উত্তর দিলেন না অর্জুন।

এদিকে মনোনয়ন পাওয়ার পরেই, সোমবার থেকেই প্রচারে নেমে গিয়েছেন পার্থ  ভৌমিক। সে বিষয়ে অর্জুন বলেন, 'কালকেই প্রচারে নেমে যাওয়া উচিৎ ছিল। ১২ ঘণ্টা লস করেছে।' তবে পার্থ প্রচারে গেলে কি তাঁকেও সঙ্গে দেখা যাবে? অর্জুনের অবশ্য সে বিষয়ে কোনও আপত্তি নেই। বললেন, 'প্রচারে যাব। দল বললেই যাব।'

Advertisement

তবে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দুর কথায়, অর্জুনকে তৃণমূলে এখনও বিশ্বাস করা হয় না। অন্যদিকে দিলীপ ঘোষেরও গলায় একই সুর। 

তৃণমূলে যে 'কিছুটা ভুল' হয়েছে ভাবছেন... তাহলে কি ফের দলবদলের কথা ভাবছেন অর্জুন? সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর দাবি, 'কেউ আমার সঙ্গে দলবদলের বিষয়ে যোগাযোগ করেননি।'

টিকিট পেলেন না কেন?
সম্প্রতি জগদ্দল বিধায়ক সোমনাথ সাহা অর্জুনের বিরুদ্ধে সম্মুখ সমরে নামেন। রীতিমতো সই সংগ্রহ করে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাতে অর্জুন সিংকে প্রার্থী না করার আর্জি করা হয়। সেই কারণেই কি টিকিট পেলেন না? অর্জুনের উত্তর, 'ওদের চিঠির জন্য টিকিট পাইনি?... জানি না... হতে পারে। সবকিছুই ওপেন সিক্রেট ছিল। কাকে দোষ দেব... এটা আমার দুর্ভাগ্য।'

তবে কর্মীদের পাশেই আছেন বলে আশ্বাস দিলেন অর্জুন। বললেন, 'আমি কিন্তু মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, হাওয়ায় রাজনীতি করি না।'

পার্থ ভৌমিকের বিরুদ্ধেও সরাসরি কিছু বললেন না অর্জুন। শুধু বললেন, 'পার্থর সঙ্গে রাজনীতি করার থেকে না করাই ভাল। এখনও আমি রাজনৈতিক কর্মী হিসাবেই আছি।'

অন্য কোনও পদে?
ব্রিগেডের সভায় মুখ্যমন্ত্রী জানান, সকলকে টিকিট দেওয়া যায়নি। তবে তাঁদেরকেও দল সময় মতো যোগ্য সুযোগ দেবে। সেক্ষেত্রে অর্জুন কি বিধানসভার টিকিট পেতে পারেন? অর্জুন বললেন, 'MP-টাই পেলাম না, দলের থেকে অন্য় আর কী আশা করব। দেখুন যে জিনিসটা আমি ছিলাম, সেটাই হল না, অন্য় প্রতিশ্রুতি নিয়ে কী করব। দলের কর্মী হিসাবে আমার একটা শক ছিল, সেটা কেটে গিয়েছে।'

তবে 'পুরনো বন্ধু' পার্থ ভৌমিকের জন্য দরজা খোলাই রাখলেন অর্জুন। সবশেষে শুধু বললেন, 'পার্থ আসবে। চা খাবে। আমি তো ওকে ওয়েলকামই করেছি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement