Advertisement

West Bengal Lok Sabha Election Phase 1 Voting: বাংলায় ভোটদানের হার ৭৭ শতাংশের বেশি, দেশের মধ্যে সর্বোচ্চ

Bengal Lok Sabha Election Phase 1 Voting Live Updates: ২০২৪ এর লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ শে এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ জুন। বাংলার তিন কেন্দ্রে কেমন চলছে ভোটগ্রহণ, রইল প্রতি মুহূর্তের লাইভ আপডেট।

West Bengal Lok Sabha Elections 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2024,
  • अपडेटेड 6:01 PM IST
  • প্রথম দফার ভোটগ্রহণ চলছে বাংলার তিনটি লোকসভা কেন্দ্রে
  • তিন কেন্দ্র হল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার
  • ২০২৪ এর লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে

প্রথম দফার ভোটগ্রহণ চলছে বাংলার তিনটি লোকসভা কেন্দ্রে। তিন কেন্দ্র হল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। ইতিমধ্যেই কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। কোথাও পোলিং এজেন্ট আক্রমণ। কোথাও আবার ইটবৃষ্টি চলল। ২০২৪ এর লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ জুন। বাংলার তিন কেন্দ্রে কেমন চলছে ভোটগ্রহণ, রইল প্রতি মুহূর্তের লাইভ আপডেট।

বাংলায় ভোটদানের হার ৭৭ শতাংশের বেশি

কোচবিহারে ভোটের হার ৭৭.৭৩ শতাংশ, আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৫৪, জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ ভোটদানের হার। লোকসভা ভোটের প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৭.৫৭ শতাংশ।

ভোটের হার পশ্চিমবঙ্গে ৫০.৯৬ শতাংশ

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১ টা পর্যন্ত ভোটের হার পশ্চিমবঙ্গে ৫০.৯৬ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮ শতাংশ,  কোচবিহারে ৫০.৬৯ শতাংশ, জলপাইগুড়িতে ৫০.৬৫ শতাংশ। কোচবিহারে অশান্তি নিয়ে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন।

কোচবিহারে রাস্তায় পড়ে তাজা বোমা

দফায় দফায় অশান্তি কোচবিহারে। এবার বেতেগুড়িতে রাস্তায় মিলল তাজা বোমা। ভয়ে সিঁটিয়ে ভোটাররা। কোচবিহার ১ নং ব্লকের মধ্য ফলি মারি ৪/৩৭ বুথ সংলগ্ন এলাকা থেকে নটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।

কোচবিহারে তাজা বোমা

১১টা পর্যন্ত ৩৩ শতাংশের বেশি ভোট

সকাল ১১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৩৩.৫৬ শতাংশ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, তিন আসনে চলছে ভোটগ্রহণ।

সকাল ১১ টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়ল ৩৩.৬৩ শতাংশ 

সকাল ১১টা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রে ভোট পড়ল ৩৩.৫৬ শতাংশ। কোচবিহারে ৩৩.৬৩ শতাংশ, অলিপরদুয়ারে ৩৫.৭০ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৩১.৯৫ শতাংশ।  

Advertisement

ভোট দিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

ভোট দিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন বামপন্থীদের সুরে কথা বলছেন। আজাদি চাইছেন।'

বোমা কি লাড্ডু? যে বাড়িতে সাজিয়ে রাখবে?: উদয়ন গুহ

দিনহাটায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। দিনহাটা ভিলেজ ২ বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন করা হলে তাঁর মন্তব্য, ‘বোমা না মেরে কেউ বোমা বাড়ির সামনে সাজিয়ে রাখবে? বোমা কি লাড্ডু? যে বাড়িতে সাজিয়ে রাখবে?'

নির্বাচন কমিশনে ৩ ঘণ্টায় সাড়ে তিনশোর বেশি অভিযোগ 

ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৫১টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। খতিয়ে দেখছে কমিশন। 

শীতলকুচিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ 

শীতলকুচিতে বিজেপি কর্মীর মাথায় হাঁসুয়ার কোপ মারার অভিযোগ। ভোটদানেও বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। কান্নায় ভেঙে পড়লেন জখম বিজেপি কর্মী। 

ভোট দিলেন নির্মল

ধূপগুড়িতে ভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসপ্রার্থী নির্মলচন্দ্র রায়।

পশ্চিমবঙ্গে ভোট পড়ল ১৫.৯ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়ল ১৫.৯ শতাংশ। শান্তিপূর্ণ ভোট চেয়ে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার

সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়ল ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ারে ১৫.৯১ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়ল ১৪.১৩ শতাংশ।

বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার

লোকসভা নির্বাচনের প্রথম দফায় কোচবিহারে বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার। দিনহাটা গ্রামের দ্বিতীয় বুথ সভাপতির বাড়ি থেকে বোমা পাওয়া গেছে। 

তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগ

কোচবিহারের বেতাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের উপর হামলার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের ব্লক প্রেসিডেন্ট অনন্ত বর্মনের উপর ভয়াবহ হামলা চালিয়েছে বিজেপি-র আশ্রিত দুষ্কৃতীরা। 

পুড়ল বিজেপির বুথ অফিস

জলপাইগুড়িতে সিপাইপাড়া এলাকায় পুড়ল বিজেপির বুথ অফিস। অভিযোগ, রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকার বুথ সভাপতি তথা বিজেপি কর্মী গৌতম রায় বলেন, রাত ৯টার পর ঘটনা ঘটেছে। আমরা রাত পর্যন্ত সব কাজকর্ম শেষ করে বাড়ি যাই৷ তার পরই এই খবর পাই। ভোরবেলা এসে দেখি এই অবস্থা। 

পুড়ল বিজেপির বুথ অফিস

জলপাইগুড়িতে সিপাইপাড়া এলাকায় পুড়ল বিজেপির বুথ অফিস। অভিযোগ, রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকার বুথ সভাপতি তথা বিজেপি কর্মী গৌতম রায় বলেন, রাত ৯টার পর ঘটনা ঘটেছে। আমরা রাত পর্যন্ত সব কাজকর্ম শেষ করে বাড়ি যাই৷ তার পরই এই খবর পাই। ভোরবেলা এসে দেখি এই অবস্থা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement