Advertisement

Abhijit Gangopadhyay: 'চোর-চোর', হলদিয়ার বুথে বিজেপি প্রার্থী অভিজিৎ ঢুকতেই বিক্ষোভ

ষষ্ঠ দফার ভোটের শুরুতে বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে হলদিয়ার একটি বুথে যান অভিজিৎ। সেখানে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান দিতে দেখা যায় কয়েক জনকে। উঠেছে 'চাকরি-চোর' স্লোগানও। শেষে বিক্ষোভের মুখে অভিজিৎকে গাড়িতে তোলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। বিজেপির দাবি, বিক্ষোভকারীরা তৃণমূলের লোক। 

বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Aajtak Bangla
  • হলদিয়া,
  • 25 May 2024,
  • अपडेटेड 10:16 AM IST
  • বিক্ষোভের মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • শনিবার সকালে হলদিয়ার একটি বুথে যান অভিজিৎ।
  • সেখানে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান।

ষষ্ঠ দফার ভোটের শুরুতে বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে হলদিয়ার একটি বুথে যান অভিজিৎ। সেখানে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান দিতে দেখা যায় কয়েক জনকে। উঠেছে 'চাকরি-চোর' স্লোগানও। শেষে বিক্ষোভের মুখে অভিজিৎকে গাড়িতে তোলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। বিজেপির দাবি, বিক্ষোভকারীরা তৃণমূলের লোক। 

পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার প্রেস্টিজ ফাইট। বিচারপতির আসন ছেড়ে রাজনৈতিক নেতার ভূমিকায় নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর বিপরীতে এবার তৃণমূলের বাজি তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। তমলুক কেন্দ্রে ভোটের আগে থেকেই উত্তপ্ত। গত বুধবার নন্দীগ্রামে বিজেপি সমর্থক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত হয়েছে নন্দীগ্রাম। সেই রেশ কাটতে না কাটতেই ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে শুক্রবার রাতে মহিষাদলে তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

ভোট প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিজিৎকে প্রথমকে শোকজ এবং পরে সেন্সর করে নির্বাচন কমিশন। পরে কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। 

অন্য দিকে, আজ বাংলার ৮ আসনে ভোটগ্রহণ করা হবে। এই দিনই ভাগ্যপরীক্ষা হেভিওয়েট তারকাদের। তাঁদের মধ্যে কেউ সিনে দুনিয়ার নক্ষত্র, আবার কেউ রাজনীতির মঞ্চে বহুলচর্চিত। প্রচারের আলোয় আলোকিত এই তারারা। ষষ্ঠ দফায় বাংলার ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোটগ্রহণ। অন্যতম নজরকাড়া কেন্দ্র ঘাটালে। সেখানে দেব বনাম হিরণের দ্বৈরথ। ঘাটালের পাশেই রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার আরও একটি হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র হল মেদিনীপুর। ২০১৯ সালে এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার সেখানে পদ্ম প্রতীকে লড়ছেন একদা জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তাঁর বিপরীতে তৃণমূলের জুন মালিয়া। এবার যাওয়া যাক বিষ্ণুপুরে দুই প্রাক্তনের লড়াই কেমন হয়, তা দেখার জন্য কৌতূহলীদের উৎসুক কম নয়।একদিকে, বিজেপির সৌমিত্র খাঁ, আর তাঁর বিপরীতে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তাঁরা তথাকথিত ফিল্মস্টার নন ঠিকই। তবে বাংলার রাজনীতিতে এই যুগল তারকার সব দ্যুতিই কেড়ে নিয়েছেন। বাংলার পাশাপাশি বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীরে এদিন নির্বাচন।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement