Advertisement

Tapas Roy: 'সুদীপের কথায় মুখ্যমন্ত্রী আমার কালীপুজোতে আসা বন্ধ করে দেন,' ভোট-ময়দানেও সেই 'অভিমানী' BJP-র তাপস

তৃণমূলের বিদায়ী সাংসদ ও উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তাপস রায়। বুধবার তিনি সাংবাদিক সন্মেলন করেন। অনুপম হাজরাও ওপর হামলার অভিযোগ নিয়ে বলেন, 'কথা হয়েছে অনুপম এর সঙ্গে।

তাপস রায়। ফাইল ছবিতাপস রায়। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2024,
  • अपडेटेड 5:05 PM IST
  • তৃণমূলের বিদায়ী সাংসদ ও উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তাপস রায়।
  • বুধবার তিনি সাংবাদিক সন্মেলন করেন।

তৃণমূলের বিদায়ী সাংসদ ও উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তাপস রায়। বুধবার তিনি সাংবাদিক সন্মেলন করেন। অনুপম রায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে বলেন, 'কথা হয়েছে অনুপম এর সঙ্গে। বাজার করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে। এতো জনপ্রিয় বিদায়ী সাংসদকে এমন কাজ করতে হচ্ছে কেন? প্রচারে বেড়িয়ে দেখছি দলের পতাকা ছিঁড়ে দিচ্ছে। এটা কাম্য নয়। বলেছি অভিযোগ জানাতে। আইন অনুযায়ী যা পদক্ষেপ করার করতে।'

উত্তর কলকাতায় মুখ্যমন্ত্রীর তিনটে সভা রয়েছে বলে জানা গিয়েছে। সেই প্রসঙ্গে তাপস বললেন, 'মমতার উচিৎ ছিল সুদীপকে বলা যে, কোথাও একটাও কেন মিটিং করতে গেলেন না। অথচ উত্তর কলকাতায় মুখ্যমন্ত্রীকে সভা করতে হচ্ছে কেন? তাহলে কি কাজে করেননি বিদায়ী সাংসদ?'

তাপসের আরও অভিযোগ, 'উত্তর কলকাতা বরাবর বঞ্চিত। মেয়র পায়নি। গুরুত্বপূর্ণ মন্ত্রী কই? শশী কে শিল্প দফতর দিয়েছেন। কেন তাঁকে সেই ব্যাপারে কথা বলার অধিকার নেই। স্পেনে বাকিরা গেলেও শশী কে কেন নেননি? সবাই তৃণমূল দলে উপেক্ষিত।'

আরও পড়ুন

বউবাজারে মমতার সভার বিষয়ে তাপস বলেন, 'বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় এ যেখানে মিটিং, সেখানে বাস বন্ধ। রাস্তা বন্ধ। সে তিনি মিটিং করতেই পারেন। আমি আপ্লুত! আগে কয়েকবার আমার কালীপুজোতে এসেছেন। পরে সুদীপের কথায় আমার কালী পুজোতে আসা বন্ধ করে দেন।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাবেন বলে জানা যাচ্ছে, বিষয়টিতে তাপস বলেন, 'জিতলে তো যাবেন। কিন্তু দুর্ভাগ্য! এতদিন যাননি কেন? মা বোনেদের সম্মানহানি হল। আমাকে আন্তর্জাতিক মিডিয়াও প্রশ্ন করেছে। সব জায়গায় যাচ্ছেন, অথচ সন্দেশখালি গেলেন না!'

 

Read more!
Advertisement
Advertisement