Advertisement

Dilip Ghosh: 'অন্তত মেদিনীপুরটা জেতা যেত,' সরাসরি ক্ষোভ উগরে দিলেন দিলীপ

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পরাজয়ের পর থেকেই নিজের অসন্তোষ ব্যক্ত করে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের জেতা আসন পাল্টানো নিয়ে প্রথম থেকেই ক্ষোভ ছিল দিলীপ ঘোষের। এবার দিলীপ সরাসরি বললেন, 'আমাকে ওখান থেকে না বদলালে,অন্তত মেদিনীপুরটা জেতা যেত।' পাশাপাশি গত তিন-সাড়ে তিন বছরে তার হাতে রাজ্য নিয়ে কোনও নির্নায়ক দায়িত্ব ছিল না, কোনও মতামতও নেওয়া হয়নি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ।

ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2024,
  • अपडेटेड 9:56 AM IST

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পরাজয়ের পর থেকেই নিজের অসন্তোষ ব্যক্ত করে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের জেতা আসন পাল্টানো নিয়ে প্রথম থেকেই ক্ষোভ ছিল দিলীপ ঘোষের। এবার দিলীপ সরাসরি বললেন, 'আমাকে ওখান থেকে না বদলালে,অন্তত মেদিনীপুরটা জেতা যেত।' পাশাপাশি গত তিন-সাড়ে তিন বছরে তার হাতে রাজ্য নিয়ে কোনও নির্নায়ক দায়িত্ব ছিল না, কোনও মতামতও নেওয়া হয়নি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ।

ভোট পরবর্তী হিংসায়  রাজ্যের বিভিন্ন জায়গায় ঘরছাড়া আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। এনিয়ে দিলীপ ইতিমধ্যেই বলেছেন 'আমি সব জেলায় যাব। কর্মীদের সঙ্গে কথা বলব। আজ থেকেই আমি এই কাজ শুরু করছি। আগেও করেছি। এখনও করব।' বৃহস্পতিবার হঠাৎই কলকাতার রাজ্য দফতরে পৌঁছান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ বলেন, 'আমার সিট না পাল্টালে অন্তত মেদিনীপুরটা জেতা যেত। তিন -সাড়ে তিন বছর কোনো নির্নায়ক দায়িত্ব ছিল না, মতামতও নেওয়া হয়নি। প্রেদেশ ও কেন্দ্রী. নেতারা ডিসিশন নিতো। এবার চিন্তাভাবনা করা উচিত ঠিক রাস্তায় যাচ্ছি কিনা'

'পুরনোরা সব সময়, ওল্ড ইজ গোল্ড। পুরনোদের ছেড়ে দিলে বিজেপি আর বিজেপি থাকবে না।' এই কথাও বলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সবাপতির আরও বক্তব্য, 'আমাকে পার্টি কাজ দেবে কী না, সেটাও পার্টির হাতে আছে। আমি পার্টির জনপ্রতিনিধিও নই। পার্টির পদাধিকারীও নই। আমি দিলীপ ঘোষ, সাধারণ সদস্য।' রাখঢাক না করেই দিলীপ ঘোষ বলেন,  'যদি ভুল প্রমাণ হয়। পার্টির সাফল্য না আসে। মনে করতে হবে, কোথাও ভুল আছে, দোষ আছে। ঠিক দেখা উচিত। শোধরানো উচিত। না হলে এগোতেই পারবো না।'

প্রসঙ্গত, দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর থেকে হারার পরে আগেই বেলছিলেন,'আমাকে মেদিনীপুর থেকে ওরা ফোন করেছিল। ওদের মন খারাপ। ভেবেছিল আমি প্রার্থী হয়েছি। জিতে যাব। আমি যাব ওখানে। বর্ধমান যাব। ওখানেও কর্মীরা আক্রান্ত। আমি রাজ্য সভাপতি থাকার সময় পুরো রাজ্যে ঘুরতাম। দল আমাকে সেই দায়িত্ব দিক বা না দিক, আমার সেই একই ভূমিকা থাকবে। যতদিন আমি রাজনীতি করব আমার ভূমিকা পাল্টাবে না।'দিলীপ ঘোষ বৃহস্পতিবার দলের  আক্রান্ত  নেতা-কর্মীদের জন্য মাহেশ্বরী ভবনের আশ্রয় শিবিরে যান। দলের সাবেক রাজ্য দফতর মুরলীধর সেন লেনে আক্রান্ত ও ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতেও যান তিনি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement