Advertisement

BJP Worker Death: ভোট-আবহেই BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ময়নায়, খুন? রহস্য

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মধ্যেই বাংলায় রাজনৈতিক কর্মীকে খুনের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ময়নায় এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। 

বিজেপি কর্মীর রহস্যমৃত্যু (প্রতীকী চিত্র)।বিজেপি কর্মীর রহস্যমৃত্যু (প্রতীকী চিত্র)।
Aajtak Bangla
  • ময়না,
  • 26 Apr 2024,
  • अपडेटेड 8:45 AM IST
  • বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
  • ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। 

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মধ্যেই বাংলায় রাজনৈতিক কর্মীকে খুনের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ময়নায় এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। 

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় গতরাতে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম দীনবন্ধু(ধনঞ্জয়) মিদ্দ‍্যা (২২)। ওই যুবক বিজেপি কর্মী বলে দাবি করা হয়েছে। বুধবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে দাবি। বৃহস্পতিবার রাতে পানের বরজ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পনা করে ওই যুবককে খুন করা হয়েছে অভিযোগ বিজেপির।ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। 

প্রসঙ্গত, ২০২২ সালেও ময়নায় এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছিল। ওই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। ২ বছর পর আবার সেই ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। 

শুক্রবার দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন চলছে। বাংলার ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যেই খুনের অভিযোগ উঠল রাজ্যে। 

অন্য দিকে, লোকসভা ভোটের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল বাংলায়। নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদে উত্তেজনা ছড়াল। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটল জেলার বড়ঞা থানা এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনায় জখম হয়েছেন দু'জন। একজনের হাতের অংশ উড়ে গিয়েছে। রাস্তায় পড়ে কয়েকটি ছিন্নভিন্ন আঙুল। জানা গিয়েছে, বড়ঞা থানা এলাকার মোনাইকান্দারা গ্রামে গতরাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সকেট বোমা বাঁধার কাজ করছিলেন কয়েক জন যুবক। সেখানে দুই 'বহিরাগত'ও ছিলেন বলে দাবি। বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন। তাঁদের মধ্যে এক জনের আঙুল উড়ে গিয়েছে। ঘটনার পর পরই পলাতক ওই যুবকরা। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement