Advertisement

Kunal Ghosh: 'সেলিম, অধীর বকলমে বিজেপি-রই প্রার্থী,' সূত্রের খবর পেয়ে দাবি কুণালের

মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেলিম এবং অধীর বিজেপির প্রার্থী বলে দাবি করলেন কুণাল। শুধু তাই নয়, সেলিম-অধীরকে মদত করতে কেন্দ্রের একাধিক এজেন্সিকে মোদী সরকার নির্দেশ দিয়েছে বলেও দাবি করেছে তৃণমূল নেতা। যা ঘিরে লোকসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। 

কুণাল ঘোষ, সেলিম এবং অধীর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2024,
  • अपडेटेड 11:12 AM IST
  • মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
  • সেলিম এবং অধীর বিজেপির প্রার্থী বলে দাবি করলেন কুণাল।
  • কুণালের দাবি ঘিরে শোরগোল।

মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেলিম এবং অধীর বিজেপির প্রার্থী বলে দাবি করলেন কুণাল। শুধু তাই নয়, সেলিম-অধীরকে মদত করতে কেন্দ্রের একাধিক এজেন্সিকে মোদী সরকার নির্দেশ দিয়েছে বলেও দাবি করেছে তৃণমূল নেতা। যা ঘিরে লোকসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। 

ঠিক কী বলেছেন কুণাল?

 মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে কুণাল লিখেছেন, 'মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে নানাভাবে মদত করতে কেন্দ্রের একাধিক এজেন্সিকে নির্দেশ দিল্লির বিজেপি সরকারের : সূত্র। সেলিম, অধীর বকলমে বিজেপিরই প্রার্থী। তৃণমূলের মোকাবিলায় বিজেপির মুখোশ।'

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেলিম এবং অধীরের প্রতিক্রিয়া জানা যায়নি। 

এ বার ভোটে 'জুটি' বেঁধেছে বাম-কংগ্রেস। মুর্শিদাবাদে কংগ্রেসের সমর্থনে বাম প্রার্থী হয়েছেন সেলিম। আর বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর। সম্প্রতি সেলিমের জিতবেন বলে মন্তব্য করেছিলেন অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, 'মহম্মদ সেলিম জিতে বসে আছেন। জিতবেন।' লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট ৭ মে। সেদিন ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদে। তার আগেই ওই কেন্দ্রে সেলিম জিতবেন বলে ঘোষণা করে দিলেন অধীর। অধীরের মন্তব্যে নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল। তিনি বলেছেন, 'অধীর চৌধুরী জানেন যে সেলিম হেরে বসে ঈছেন। তাই ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করছেন। এতে কাজ হবে না।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement