
আগামীকাল, শনিবার বিকেল ৩টেয় লোকসভা ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। শুক্রবার এই খবর জানানো হয়েছে কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পরই এবার ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়ে কমিশন। শনিবার বিকেল ৩টেয় নয়াদিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা হবে। সূত্রের খবর, লোকসভা নির্বাচন সাত থেকে আট দফায় হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার, নবনির্বাচিত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু ভোটের তারিখ ঘোষণা করবেন। যা সরাসরি সম্প্রচার করা হবে। এবার ১৬ এপ্রিল বা ১৭ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হতে পারে। অর্থাৎ ১লা বৈশাখের পর দিনই প্রথম দফার ভোট হতে পারে। ভোট গণনা হতে পারে মে মাসের শেষের দিকে।
গত বার সাত দফায় লোকসভার ভোট হয়েছিল। এই সাত দফায় ভোট নেওয়া হয়েছিল বাংলাতেও। এবারও তার খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে করা হচ্ছে না। তা ছাড়া এবার ভোটে বাংলায় অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে।
শুধু লোকসভা ভোট নয়, অনেকগুলি রাজ্যে বিধানসভা ভোটও হবে। তার মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশে, ওড়িশা ও সিকিমের ভোট আসন্ন। এই রাজ্যগুলিরও বিধানসভা ভোটের দিন আগামিকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডেরও বিধানসভা ভোট রয়েছে চলতি বছর।