Advertisement

Lok Sabha Election 2024: রাজ্যে ভোট শুরুর আগেই বাজেয়াপ্ত ২৪ কোটিরও বেশি টাকার মদ, উদ্ধার কোটি কোটি টাকা

ভোটের আগেই রাজ্য থেকে বিপুল নগদ টাকা ও মদ-মাদক বাজেয়াপ্ত হল। ১ মার্চ থেকে রাজ্যে কত হিসাব-বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করা হল, বৃহস্পতিবারের পর শুক্রবারও তার পরিসংখ্যান প্রকাশ করল কমিশন। এদিন সাংবাদিক বৈঠক করে কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে রাজ্যে চার কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2024,
  • अपडेटेड 8:21 PM IST
  • ভোটের আগেই রাজ্য থেকে বিপুল নগদ টাকা ও মদ-মাদক বাজেয়াপ্ত হল।
  • ১ মার্চ থেকে রাজ্যে কত হিসাব-বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করা হল, বৃহস্পতিবারের পর শুক্রবারও তার পরিসংখ্যান প্রকাশ করল কমিশন।

ভোটের আগেই রাজ্য থেকে বিপুল নগদ টাকা ও মদ-মাদক বাজেয়াপ্ত হল। ১ মার্চ থেকে রাজ্যে কত হিসাব-বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করা হল, বৃহস্পতিবারের পর শুক্রবারও তার পরিসংখ্যান প্রকাশ করল কমিশন। এদিন সাংবাদিক বৈঠক করে কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে রাজ্যে চার কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।

ভোটের দিন ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছিল, অবাধ, স্বচ্ছ ভোট করানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল চার ‘এম’— মাসল (পেশি), মানি (অর্থ), মিসইনফরমেশন (ভুয়ো তথ্য), এমসিসি (নির্বাচনী আচরণবিধি) লঙ্ঘন। সেই চ্যালেঞ্জের মোকাবিলায় প্রথম দিন থেকেই সক্রিয় পদক্ষেপ করছে কমিশন। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ, মাদক, উপঢৌকন, দামি ধাতু। জোরকদমে কমিশনের হয়ে এই কাজ করছে ইডি, আয়কর দফতর, রাজ্য পুলিশ, সিবিআই-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা।

শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর জানিয়েছে, ১ মার্চ থেকে রাজ্যে ২৪ কোটি ৩৪ লক্ষ ৮০ হাজার টাকার মদ, ১১ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার টাকার মাদক, ১৮ কোটি ২৩ লক্ষ ৯০ হাজার টাকার দামি ধাতু, ৩৪ কোটি ২৬ লক্ষ টাকার উপঢৌকন উদ্ধার করা হয়েছে।

অবাধ ভোট করাতে বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে সাধারণ পর্যবেক্ষক। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিন জেলায় ইতিমধ্যে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তিন জেলায় পুলিশ পর্যবেক্ষক হিসাবে আইপিএস অফিসারদের নিয়োগ করা হয়েছে। ২২ মার্চ থেকে আলিপুরদুয়ারে তিন কোম্পানি, কোচবিহারে পাঁচ কোম্পানি, জলপাইগুড়িতে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোটে অভিযোগ নেওয়ার জন্য সিভিজিল নামের একটি অ্যাপ চালু করেছে কমিশন। সেই অ্যাপে কেউ কোনও অভিযোগ জানালে কমিশন ১০০ মিনিটের মধ্যে তাঁর সমস্যার সমাধানের চেষ্টা করে। কমিশন জানিয়েছে, সেই অ্যাপে শুক্রবার পর্যন্ত ৫০৫টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৩৯১টি অভিযোগ নিয়ে পদক্ষেপ করেছে কমিশন। ৯২টি অভিযোগ খারিজ করেছে। ২২টি অভিযোগ শোনা বাকি রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement