Advertisement

Lok Sabha Election 2024 Dates: কোন তারিখ, কোন দফার ভোট হবে? এক নজরে দেখে নিন তালিকা

কবে কোন দফার ভোট, সেই ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন তারিখ, কোন দফার ভোট পড়েছে। 

কবে কোন দফার ভোট জেনে নিন এক নজরেকবে কোন দফার ভোট জেনে নিন এক নজরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2024,
  • अपडेटेड 4:58 PM IST
  • লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার, ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
  • এদিন সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মোট ৭ দফায় লোকসভা ভোট হবে।
  • কবে কোন দফার ভোট, সেই ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন তারিখ, কোন দফার ভোট পড়েছে। 

Lok Sabha Election 2024 Dates: লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার, ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মোট ৭ দফায় লোকসভা ভোট হবে। ৫৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট শুরু হবে। 

কবে কোন দফার ভোট?
শনিবার সাংবাদিক সম্মেলনে কবে কোন দফার ভোট, সেই ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন তারিখ, কোন দফার ভোট পড়েছে। 

প্রথম দফা: ১৯ এপ্রিল, শুক্রবার। 
দ্বিতীয় দফা: ২৬ এপ্রিল, শুক্রবার।
তৃতীয় দফা: ৭ মে, মঙ্গলবার। 
চতুর্থ দফা: ১৩ মে, সোমবার। 
পঞ্চম দফা: ২০ মে, সোমবার।
ষষ্ঠ দফা: ২৫ মে, শনিবার। 
সপ্তম দফা: ১ জুন, শনিবার। 

পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট? 
এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩, দ্বিতীয় দফায় ৩, তৃতীয় দফায় ৪, চতুর্থ দফায় ৮, পঞ্চম দফায় ৭, ষষ্ঠ দফায় ৮ ও সপ্তম দফায় ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। অর্থাৎ, বাংলায় ৭ দফাতেই ভোট হবে। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বাংলায় ৭ দফায় ভোট হয়েছিল। 
 
১৯ এপ্রিল, শুক্রবার: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 
২৬ এপ্রিল, শুক্রবার: রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট।
৭ মে, মঙ্গলবার: মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
১৩ মে, সোমবার: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল।
২০ মে, সোমবার: শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ।
২৫ মে, শনিবার: ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর।
১ জুন, শনিবার: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর, যাদবপুর।

উল্লেখ্য, তৃতীয় দফায় উপনির্বাচন হবে ভগবানগোলায়। অন্যদিকে বরানগরে সপ্তম দফায় উপনির্বাচন। 

ভোট গণনা
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ জুন, ২০২৪-এ ভোট গণনা হবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement