Advertisement

Modi Trailing In Voting Trend: প্রাথমিক ভোট প্রবণতায় বারাণসীতে এগিয়ে মোদী, ওয়েনাড-রায়বরেলিতে এগিয়ে রাহুল

চলছে লোকসভা ভোটের গণনা। বারাণসী কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। তিনি পিছিয়ে গেলেন প্রাথমিক ভোট প্রবণতায়। ৫ হাজারের কাছাকাছি ভোটে পিছিয়ে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 10:59 AM IST

বারাণসীতে সকালে প্রাথমিক ভোট প্রবণতায় পিছিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ হাজারের কাছাকাছি ভোটে পিছিয়ে ছিলেন। পরে বেলা গড়াতেই লিড বাড়িয়ে নেন মোদী। পিছিয়ে যান অজয় রাই। 

বেলা গড়াতেই এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর এগিয়ে ১৭ হাজারের বেশি ভোটে। পিছনে ফেললেন কংগ্রেস প্রার্থী অজয় রাইকে।

এদিকে, প্রাথমিক ভোট প্রবণতায় রায়বরেলি থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। নিকটতম বিজেপি প্রার্থীর চেয়ে ১৩,৪৫৪ ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। 

প্রাথমিক ভোট প্রবণতায় কেরলের ওয়েনাডেও রাহুল গান্ধী এগিয়ে গিয়েছেন। সেখানে ৩১,০৪৫ ভোটে এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী। 

রাহুলকে গতবার হারিয়ে জায়ান্ট কিলার হয়েছিলেন স্মৃতি ইরানি। এবার প্রাথমিক ভোট প্রবণতায় পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। অমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল এগিয়ে। স্মৃতি এগিয়ে রয়েছেন ১০,৪২৩ ভোটে। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ৩৭০ এবং এনডিএ ৪০০-এর টার্গেট দিয়েছিলেন  প্রধানমন্ত্রী মোদী। সেই সময় দলের স্লোগান দিয়েছিল 'আব কি বার ৪০০ পার'। আর এ নিয়েই বারংবার বিরোধীরা প্রশ্ন তুলেছিল। তবে এগজিট পোলের ভবিষ্যদ্বাণী ছিল, সর্বোচ্চ ৪০০ আসন পেতে পারে বিজেপি। যদিও প্রাথমিক ভোট প্রবণতায় এটা স্পষ্ট, ৪০০ পার হচ্ছে না। তার অনেক আগেই থামতে হচ্ছে বিজেপিকে। উল্লেখ্য, ১৯৮৪ সালে কংগ্রেসের রাজীব গান্ধী সরকার ৪০০ আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর নির্বাচনে সহানুভূতি বেশি কাজ করেছিল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement