West Bengal Exit Poll 2024: ২০১৯ সালে পশ্চিমবঙ্গে বিজেপির পারফরম্যান্স অনেকেরই অপ্রত্যাশিত ছিল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতেছিল গেরুয়া শিবির। আর এবার, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলার আরও বেশ কয়েকটি আসনে ফুটতে পারে পদ্ম। এগজিট পোলে মিলল এমনই পূর্বাভাস।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুসারে বাংলায় BJP ২৬ থেকে ৩১টি আসন পেতে পারে বলে উল্লেখ করা হচ্ছে এগজিট পোলে। সমীক্ষা বলছে, এবার ৪৬% ভোট যাবে বিজেপির ঝুলিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ১১-১৪টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ শতাংশের হিসাবে, TMC ৪০% ভোট শেয়ার পাবে।
গতবার ২২টি আসনে জিতেছিল তৃণমূল(৪৩%)। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের আসন কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে বুথ ফেরত সমীক্ষায়। শতাংশের হিসাবে আগেরবারের তুলনায় ৩% আসন কমতে পারে। ফলে আপাতত এগজিট পোলের হিসাব বলছে, লোকসভা আসনের পরিপ্রেক্ষিতে বাংলার একক বৃহত্তম দল হতে পারে ভারতীয় জনতা পার্টি। গত লোকসভা নির্বাচনে, ২০১৯-এ তাদের ভোট শেয়ারিংয়ে ৪০% সিট ছিল। সেখান থেকে তাদের বাড়ছে ৬% এই পরিসংখ্যান বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে বাম-কংগ্রেস জোট পাবে ০-২-টি আসন, বলছে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস। অর্থাৎ তাদের কাছে ১২% আসন থাকবে বলে আভাস মিলছে।
ঠিক কী কারণে বিজেপির আসন বাড়তে পারে? এখনই, এগজিট পোলের ভিত্তিতে তা বলাটা কঠিন। তবে বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ফের নতুন করে মাঠে নামে গেরুয়া শিবির। একেবারে নতুন করে লড়াই শুরু করে বিজেপি। অন্যদিকে বিভিন্ন বিতর্ক, দুর্নীতির অভিযোগ ইত্যাদিকেও ইস্যু করে বারবার শাসক দলের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়েছিল বঙ্গ বিজেপি। এবারের ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় বাড়তি নজর দিয়েছেন। এগজিট পোলের এই ফলাফলের পর বাস্তবে কী হয়, সেটাই দেখার।