'আজ একটা মিটিং করতে আসবেন বাবুরা,' নাম না করে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের মাথাভাঙায় সভা করলেন তিনি। এদিকে কোচবিহারেই আজ বিজেপির সভা। ঘণ্টা দুই পরেই সেখানে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা। ইলেকশন কমিশনের উদ্দেশেও দিলেন বার্তা।
মুখ্যমন্ত্রী বলেন, 'আজ একটা মিটিং করতে আসবেন বাবুরা। দেখবেন কত কুমিরের অশ্রু ঝড়বে। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের ১১ লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম... ৩ বছর ধরে আবাসের টাকা দাও না। রাস্তার টাকা দাও না, ১০০ দিনের কাজের টাকা দাও না। আবাস, রাস্তায় বাংলা এক নম্বরে ছিল।'
এদিন উত্তরবঙ্গের ঝড়-পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন মমতা। তিনি জানান, রাজ্যের তরফে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেটা করা যাচ্ছে না। তিনি বলেন, 'এমন সময়ে আমাদের ভোট হয়, আমাদের দুর্ভাগ্য, এই সময়ে রোদ থাকে বেশি, ঝড় হয়, পানীয় জলের অভাব থাকে বেশি। বাংলা হচ্ছে প্রকৃতি মাতার রাজ্য। একদিকে যেমন পাহাড় আছে, তেমনই নদী-সমুদ্র-পুকুর রয়েছে। সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে ও বাংলায় হয়। তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে... বিজেপি পার্টি ভোট মানে না। যার বিয়ে সে নিজেই পুরোহিত।'
এই যে ঝড়ে বাড়ি ক্ষতি হয়েছে, আমরাই করে দেব। ইলেকশন কমিশনকে অনুরোধ করব, এটা আটকাবেন না। এটা প্রশাসনের সিদ্ধান্ত। কেন আটকে রেখেছেন।
নির্বাচন কমিশন নিয়ে মমতা বলেন, 'ক'দিন আগে বলল ৬০ টাকা বাড়াব(১০০ দিনের কাজের)। আরে টাকাই তো দিস না, তোরা আবার বাড়াবি কি? ভোট চলাকালীন বলল, তোমাদের এগেনস্টে কেস হল না, আমার বিরুদ্ধে কেন?'
শুধু তাই নয়। নাম না করে ফের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'লিখে নিয়ে টেলিপ্রম্পটারে পড়লেন, আপনারা ভাবলেন কী সুন্দর বাংলা বলছে! আসলে সবটাই দেখে। দেখে বলে। বলতে পারে না। আমায় যদি বলেন গুজরাটিতে বলতে বলে দেব। আমি কান্তাপুরী পড়তে পারে, রাজবংশী পড়তে পারি, অলচিকিতে কবিতা লিখেছি।'
দলীয় কর্মীদের এদিন সজাগ থাকারও বার্তা দেন মমতা। তিনি বলেন, 'ফাস্ট ফেজ সেকেন্ড ফেজে ওরা চিক রেখে দেয়। যদি আমাদের কেউ ঘুমিয়ে পড়ে, লোডশেডিং করে দেয়। যারা টাকা খেয়ে বিক্রি হয়ে যায়, তাদের রাখবেন না। ওটা পাহারা দিতে হবে, সাবধানে রাখতে হবে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এরা কী ভাবে? ইলেকশন কমিশন তাদের লোক বলে যা ইচ্ছা তাই করবে? আমি ইসি-কে অনুরোধ করব, আমি সমালোচনা করছি না, কিন্তু আমি তাঁদের অনুরোধ করব, দেখুন কীভাবে বিজেপি মস্তানি করছে। কীভাবে কেন্দ্রীয় সংস্থার ব্যবহার করছে।'