Advertisement

Mamata Banerjee: INDIA জোটকে বাইরে থেকে সমর্থন, ভোট-পরবর্তী 'স্ট্র্যাটেজি' বললেন মমতা

বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির চুঁচুড়ার সভায় এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলার সিপিএম-কংগ্রেসকে নিশানাও করেছেন মমতা। বলেছেন, 'ইন্ডিয়া জোট বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ওই দুটো আমাদের সঙ্গে নেই। বিজেপির সঙ্গে রয়েছে।' 

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2024,
  • अपडेटेड 4:02 PM IST
  • সিপিএম-কংগ্রেসকে নিশানা মমতার।
  • ইন্ডিয়া জোট নিয়ে দিলেন বিশেষ বার্তা।
  • বিজেপিকে ফের আক্রমণ।

বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির চুঁচুড়ার সভায় এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলার সিপিএম-কংগ্রেসকে নিশানাও করেছেন মমতা। বলেছেন, 'ইন্ডিয়া জোট বাংলার সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ওই দুটো আমাদের সঙ্গে নেই। বিজেপির সঙ্গে রয়েছে।' 

বিজেপিকে আক্রমণ করে মমতা এদিন বলেন, 'বলছে এবার ৪০০ পার। ২০০ পারও হবে না। এবার পগারপার।' তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, 'ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সবরকম সমর্থন করে সরকার গড়ব।'

প্রসঙ্গত, মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে গত বছর বিজেপি বিরোধী দলগুলি মিলে তৈরি হয়েছে জোট, যার নাম দেওয়া হয়েছে 'ইন্ডিয়া'। তবে এ রাজ্যে লোকসভা নির্বাচনে একাই লড়ছে তৃণমূল। ইন্ডিয়া জোট হয়নি। তবে সর্বভারতীয় স্তরে জোটে রয়েছে রয়েছে তৃণমূল। মমতা বলেছেন, 'ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে।'

এবার লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে। ৪০০ পার করবে পদ্মশিবির, একথা ইতিমধ্যেই বলেছেন মোদী-শাহরা। এবার এই নিয়ে বনগাঁর সভায় মমতা বলেছিলেন,  'দুশোও পার হবে না, ৪০০ হবে কী করে!' এরপরেই মমতার ভবিষ্যদ্বাণী, 'মোদী আসছে না। ১৯০-১৯৫টি আসন পাবে বিজেপি। এখনও পর্যন্ত যা হিসেব করা হয়েছে, তাতে ইন্ডিয়া জোট ৩১৫টি আসন পাবে।'

বাংলায় এবার ৩০-৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে পদ্মশিবির। অন্য দিকে, তৃণমূল দাবি করেছে, তারাই ৩০-৩৫টি আসন পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, সারা দেশে সাকুল্যে ১৫টি আসনও পাবে না তৃণমূল। 

 অন্য দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার 'প্রচারবাবু' বলে কটাক্ষও করেছেন মমতা। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, 'বিজেপির মতো চোর পার্টি একটাও নেই।'  সম্প্রতি এক সভায় মোদীকে মাছ খাওয়ানোর আমন্ত্রণ জানিয়েছেন মমতা। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। মমতা বলেছিলেন, 'এখন আবার বলে বেড়াচ্ছেন মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবেন! যার যা ইচ্ছে খাবে, যে ভেজ ভালবাসে সে ভেজ খাবে, যে নন ভেজ খেতে চায় সে তাই খাবে। কেউ বিরিয়ানি ভালবাসে, কেউ দোসা ভালসাবে, কেউ রুটি ভালবাসে, কেউ ধোকলা ভালবাসে। কেউ চিংড়ির মালাইকারি ভালবেসে...'। এরপরেই মমতা বলেন, 'মোদীবাবু খেয়ে দেখুন না স্বাদটা কেমন। একটু খাবেন? তৈরি করে দেব। কথা দিচ্ছি, আমি নিজে করব। ছোটবেলা থেকে রান্না করেছি। রান্না জানি।' তারপরেই মোদীর উদ্দেশে মমতা বলেছেন, 'আর আপনি যদি ধোকলা খেতে বলেন, খাব, খেয়েছি, গুজরাটে পাওয়া যায়। দোসা খেতে বললে খাব। ভালবেসে খাব। জাতপাতের ব্যাপার নেই আমার কাছে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement