Advertisement

Mamata Lok Sabha Campaign: চলতি মাসেই প্রচারে নামছেন মমতা, কৃষ্ণনগর দিয়ে শুরু সভা

লোকসভা নির্বাচনের আগে ময়দানে ফিরছেন মুখ্যমন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর থেকে বিশ্রামেই ছিলেন। লোকসভা নির্বাচনের দামামা বেজে গেলেও তাঁকে কোনও নির্বাচনী প্রচার-সমাবেশে দেখা যায়নি। তবে এখন ফের ময়দানের ফিরছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণেই পুরোদমে প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2024,
  • अपडेटेड 8:16 PM IST
  • লোকসভা নির্বাচনের আগে ময়দানে ফিরছেন মুখ্যমন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর থেকে বিশ্রামেই ছিলেন।
  • লোকসভা নির্বাচনের দামামা বেজে গেলেও তাঁকে কোনও নির্বাচনী প্রচার-সমাবেশে দেখা যায়নি। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।
  • আগামী ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই যাবেন কৃষ্ণনগর। সেখানে তৃণমূলের লোকসভার প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র।

লোকসভা নির্বাচনের আগে ময়দানে ফিরছেন মুখ্যমন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর থেকে বিশ্রামেই ছিলেন। লোকসভা নির্বাচনের দামামা বেজে গেলেও তাঁকে কোনও নির্বাচনী প্রচার-সমাবেশে দেখা যায়নি। তবে এখন ফের ময়দানের ফিরছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণেই পুরোদমে প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।

আগামী ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই যাবেন কৃষ্ণনগর। সেখানে তৃণমূলের লোকসভার প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। তাঁর সমর্থনে সেখানে প্রচার করবেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন তিনি। 

একপরেই ১ এপ্রিল যাবেন বহরমপুরে। অধীররঞ্জন চৌধুরির গড় বহরমপুরে এবার তৃণমূল প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। বহরমপুর স্টেডিয়ামে আগামী ১ এপ্রিল প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহরমপুর ও কৃষ্ণনগর, এই দুই আসনই বেশ গুরুত্বপূর্ণ। একদিকে কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করে বড় চমক দিয়েছে বিজেপি। এর পাশাপাশি মহুয়া মৈত্রের বিরুদ্ধে নানা বিতর্কও রয়েছে। ফলে সেই আসনে তৃণমূলের লড়াইয়ের দিকে তাকিয়ে সকলে।

অন্যদিকে অধীর চৌধুরির গড় বহরমপুরে নতুন, তারকা প্রার্থী দিয়ে মমতা কী সমীকরণ করতে চাইছেন, সেদিকেও তাকিয়ে সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্রে কি মমতা ফাটল ধরাতে পারবেন? উল্লেখ্য, ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়েও সমালোচনার অন্ত নেই। সেই সব প্রশ্নেরই জবাব মিলতে পারে বহরমপুরে মমতার প্রচার সভায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement