নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসতে শুরু করেছেন। আগামী ৯ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই উপলক্ষে ভারতের প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচন্ড' এবং রনিল বিক্রমাসিংহে আগামিকাল, ৯ জুন দিল্লি পৌঁছাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজই দিল্লি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে; মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু; আহমেদ আফিফ, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট; বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ; নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচন্ড' এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এঁরা সকলেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তাঁরা।
সূত্রের খবর, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কর্মরত শ্রমিক, স্যানিটেশন কর্মী এবং বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যদেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে বন্দে ভারত এবং মেট্রোতে কর্মরত রেল কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ভবনে ৮,০০০-এরও বেশি অতিথির জন্য আয়োজন করা হচ্ছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর, নরেন্দ্র মোদীই দ্বিতীয় ভারতীয় নেতা, যিনি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, BJP ২৪০টি আসন পেয়েছে। ২০১৯ সালে এটি ছিল ৩০৩। বিজেপি নেতৃত্বাধীন NDA, ২০১৯ সালে ৩৫২টি সংসদীয় আসনে জিতেছিল। সেটাও ২৯৩-তে নেমে এসেছে।