Advertisement

PM Modi-Sandeshkhali: 'বিজেপি সন্দেশখালির দোষীদের সাজা দেবেই,' কোচবিহারে প্রতিশ্রুতি মোদীর

বিজেপি সন্দেশখালির দোষীদের সাজা দিয়েই ছাড়বে। কোচবিহারের সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ। তিনি বললেন, 'তাঁদের সারাজীবন জেলেই কাটাতে হবে। তাই এখানে প্রতিটি বুথে, পদ্মছাপে ভোট পড়া জরুরি।'

কোচবিহারের সভাতেও প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালি প্রসঙ্গ
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 04 Apr 2024,
  • अपडेटेड 4:32 PM IST
  • বিজেপি সন্দেশখালির দোষীদের সাজা দিয়েই ছাড়বে। কোচবিহারের সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ।
  • তিনি বললেন, 'তাঁদের সারাজীবন জেলেই কাটাতে হবে। তাই এখানে প্রতিটি বুথে, পদ্মছাপে ভোট পড়া জরুরি।'
  • এর পাশাপাশি মহিলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, 'নারীদের শক্তি বৃদ্ধিই বিজেপির মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের লাখ লাখ মেয়ে সহায়তা সমুদয়।

বিজেপি সন্দেশখালির দোষীদের সাজা দিয়েই ছাড়বে। কোচবিহারের সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ। তিনি বললেন, 'তাঁদের সারাজীবন জেলেই কাটাতে হবে। তাই এখানে প্রতিটি বুথে, পদ্মছাপে ভোট পড়া জরুরি।'

এর পাশাপাশি মহিলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, 'নারীদের শক্তি বৃদ্ধিই বিজেপির মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের লাখ লাখ মেয়ে সহায়তা সমুদয়ের সঙ্গে যুক্ত। মোদী ৩ কোটি বোনকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিয়েছে। নমো ড্রোন দিদি স্কিমে আমি তাঁদের ড্রোন পাইলট বানাচ্ছি। এর মাধ্যমে তাঁদের আয় বাড়বে। আমার চেষ্টা হল, মা-বোনেদের স্বনির্ভর করলে তা আত্মনির্ভর ভারতে গতি আনবেন।'

তিনি বলেন, 'কোচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, এই এলাকা বেশ সম্ভাবনাময়।তাই বিজেপি সরকার এই স্থানের উন্নয়নের সম্পূর্ণ প্রচেষ্টা করছে।'

'এই তৃণমূলের গুন্ডারা যদি আপনাকে আটকানোর চেষ্টা করে, তবে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়ে যান। নির্বাচন কমিশন এবার অনেক বেশি সতর্ক আছে। তাই একজন নেতার মতো, নির্ভয়ে গিয়ে ভোটদান করুন,' বলেন মোদী। 

তৃণমূলকে একের পর এক ইস্যুতে এদিন বিঁধলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বিজেপি বলে দুর্নীতিবাজদের হঠাও, দেশ বাঁচাও। আর তৃণমূল বলে দুর্নীতিবাজদের বাঁচাও।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement