Advertisement

Prashanta Kishore On Modi : 'বেশি আসন পেলেও এই ভোট মোদীর সেরা ইনিংস বলে গণ্য হবে না', ব্যাখ্যা দিলেন প্রশান্ত কিশোর

২০২৪ লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০-র বেশি আসন পাবে বলে দাবি করেছে। তবে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দাবি, গতবার ৩০৩ আসন পেয়েছিল বিজেপি।

Prashant Kishore
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 May 2024,
  • अपडेटेड 3:09 PM IST
  • ২০২৪ লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০-র বেশি আসন পাবে বলে দাবি করেছে
  • তবে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দাবি, গতবার ৩০৩ আসন পেয়েছিল বিজেপি

২০২৪ লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০-র বেশি আসন পাবে বলে দাবি করেছে। তবে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দাবি, গতবার ৩০৩ আসন পেয়েছিল বিজেপি। এবার তাঁদের আসন সংখ্যা বেশি হতে পারে বা সমান থাকতে পারে। তবে কমবে না। 

প্রশান্ত কিশোরের মতে, এনডিএ এবার কতগুলো আসন পাবে তা নিয়ে আলোচনা করা অর্থহীন। ভোটের ফলাফল সামনে আসার পর বোঝা যাবে, কোন দল কোথায় থাকবে। তবে বিজেপি ২৭০ আসনের কম পাবে না। পিকে আরও যোগ করেন, 'প্রধানমন্ত্রী গত জানুয়ারিতে প্রথমবার জানিয়েছিলেন,  ৩৭০ আসন পাবেন। এনডিএ ৪০০ দখল করবে। আমি তখন থেকে বলে আসছি, বিজেপি ৩৭০ আসন পাবে না। তিনি কর্মীদের উৎসাহিত করার জন্য বলছেন।' 

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী নির্বাচন শুরুর আগেই জানিয়েছেন, জিতলে বড় সিদ্ধান্ত নেবেন। এতে কোনও সন্দেহ নেই। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো আসবেন, তখন তাঁকে একাধিক বড় সিদ্ধান্ত নিতে দেখা যাবে।  তবে আমার মনে হয়, তৃতীয় মেয়াদে তিনি ততটা শক্তিশালী হবেন না যতটা, দ্বিতীয় মেয়াদে ছিলেন।' 

পিকে বলেন, বেশি আসন পেলেও ২০২৪ সালের ভোট মোদীর সেরা ইনিংস বলে গণ্য হবে না। ক্রিকেটের উদাহরণ দিয়ে নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেন পিকে। বলেন, 'ধরুন বিরাট কোহলি ১০১ রান করলেন। আর একটি ইনিংসে বিরাট কোহলি ১৪০ রান করেন। কিন্তু সেই ইনিংসা খেলতে গিয়ে ফিল্ডাররা ৬ বার ক্যাচ মিস করেছে। দুটি সেঞ্চুরিই রেকর্ডে লেখা থাকবে। কিন্তু কোনটিকে মানুষ মনে রাখবে?'

প্রশান্ত কিশোর জানান, ২০১৪ সালে যখন মোদিজী আসেন তখন মানুষ ভেবেছিল, দেশ বদলে যাবে। ২০১৯ সালে মোদীজি ভোট পেয়েছিলেন কারণ, মোদীর প্রতি আস্থা অটুট ছিল সাধারণ মানুষের। কারণ, তারা ভেবেছিল, মোদীজিকে সময় দেওয়া দরকার। তিনি অনেক সংস্কার করতে পারবেন। কিন্তু  ২০২৪ সালে মোদী জিতবেনস কারণ কোনও বিকল্প নেই। প্রশান্ত কিশোরের কথায়, 'আমি অস্বীকার করছি না যে, তিনি বিজয়ী হবেন, সরকার গঠন করবেন এবং সরকার পরিচালনা করবেন। কিন্তু মোদীজির প্রতি অন্ধ ভক্তি, আস্থা, জনসমর্থন, আগের তুলনায় কমেছে।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement