Advertisement

Rahul Gandhi: রাহুলের জোড়া জয়, ওয়েনাড না রায়বরেলি, কোন কেন্দ্রের MP থাকবেন?

লোকসভা নির্বাচনে বড় জয় পেলেন রাহুল গান্ধী। একদিকে কেরলের ওয়েনাড, অন্য দিকে উত্তরপ্রদেশের রায়বরেলি, কোন কেন্দ্রের সাংসদ থাকবেন সনিয়া-পুত্র?এই নিয়ে মনের কথা জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। 

রাহুল গান্ধী।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 6:39 PM IST
  • লোকসভা নির্বাচনে বড় জয় পেলেন রাহুল গান্ধী।
  • কেরলের ওয়েনাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলিতে জয়।
  • জয় নিয়ে প্রতিক্রিয়া রাহুলের।

লোকসভা নির্বাচনে বড় জয় পেলেন রাহুল গান্ধী। একদিকে কেরলের ওয়েনাড, অন্য দিকে উত্তরপ্রদেশের রায়বরেলি, কোন কেন্দ্রের সাংসদ থাকবেন সনিয়া-পুত্র?এই নিয়ে মনের কথা জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। 

উত্তরপ্রদেশের আমেঠি রাহুলের কেন্দ্র ছিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। সেবার আমেঠির পাশাপাশি কেরলের ওয়েনাড থেকে লড়েছিলেন রাগা। ওয়েনাডে প্রথম বার জয় পেয়েছিলেন তিনি। তারপরে ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও ওয়েনাড থেকে লড়েন রাহুল। ওয়েনাডে ভোট শেষের পর উত্তরপ্রদেশের রায়বরেলিতে ভোটে দাঁড়ান রাহুল। রাহুলের দুই কেন্দ্রে ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আক্রমণ-কটাক্ষ করেছিলেন মোদী-শাহরা। শেষ পর্যন্ত দুই কেন্দ্রেই জয়ী হলেন রাহুল। 

রায়বরেলি গান্ধী পরিবারেরই দখলে ছিল। এই কেন্দ্রের সাংসদ ছিলেন সনিয়া। তবে এবার শারীরিক অসুস্থতার কারণে লোকসভা ভোটে দাঁড়াননি সনিয়া। রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। মায়ের সেই আসনে এবার জিতলেন পুত্র রাহুল। 

এবার ওয়েনাড না রায়বরেলি কোন কেন্দ্রের সাংসদ থাকবেন রাহুল? এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, 'আমি দুই কেন্দ্রেই জিতেছি। রায়বরেলি এবং ওয়েনাডের ভোটারদের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন সিদ্ধান্ত নিতে হবে কোন কেন্দ্র রাখব। একটু ভেবে সিদ্ধান্ত নেব।'

অন্য দিকে, এবার লোকসভা নির্বাচনে অনেকটাই ভরাডুবি হয়েছে বিজেপির। পশ্চিমঙ্গ, উত্তরপ্রদেশে ভাল ফল করতে পারেনি পদ্মশিবির। এনডিএ-র ৪০০ আসনে জেতার স্বপ্নভঙ্গ হয়েছে। অন্য দিকে, ইন্ডিয়া জোট অনেকটাই ভাল ফল করেছে। সরকার গঠন নিয়ে আলোচনা করতে বুধবারই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট।  ভোটের ফল প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'এই জয় জনতার। গণতন্ত্রের জয় হয়েছে। মোদীজির নৈতিক জয় হয়েছে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement