Advertisement

Rekha Patra: বিজেপি প্রার্থী রেখাকে কেন্দ্রীয় সুরক্ষা, X ক্যাটাগরির নিরাপত্তা সন্দেশখালির প্রতিবাদীকে

সন্দেশখালির প্রতিবাদী তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নিরাপত্তা বাড়ল। রেখাকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2024,
  • अपडेटेड 7:44 AM IST
  • বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নিরাপত্তা বাড়ল।
  • রেখাকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। 
  • সন্দেশখালির প্রতিবাদী রেখা।

সন্দেশখালির প্রতিবাদী তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নিরাপত্তা বাড়ল। রেখাকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই খবর জানা গিয়েছে। 

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তেতে ওঠে উত্তর ২৪ পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে। পরে জামিন পান বিকাশ। গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদকেও। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকেও। ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শাহজাহানকে। সন্দেশখালির ঘটনা ঘিরে সরগরম রাজনীতির ময়দান। শাহজাহানের গ্রেফতারের পরও সন্দেশখালি থেকে সম্প্রতি বোমা, অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল এনএসজি। এই আবহে রেখাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল। বসিরহাটে ভোট ১ জুন। 

রেখাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথোপকথনের রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। রেখাকে প্রধানমন্ত্রী ফোনে বলেন, 'আপনার যা আত্মবিশ্বাস রয়েছে, তাতে নিশ্চয়ই আপনি দিল্লি পৌঁছবেন ভোটে জিতে। সন্দেশখালিতে এত বড় লড়াই লড়লেন। আপনি শক্তি স্বরূপা। এতগুলো লোককে জেলে পাঠালেন। কোনও ধারণা রয়েছে, কত বড় সাহসের কাজ করেছেন?' ফোনে প্রধানমন্ত্রী আরও বলেন, 'শুধু বসিরহাট নয়, পুরো বাংলার মা-বোনেদের সম্মানের জন্য লড়ব। আপনি পরিশ্রম করে সংসার চালান। সবরকম ভাবে পাশে থাকব। রেখাজি খুব ভাল লাগল কথা বলে। আপনার উৎসাহ দেখে ভাল লাগছে। বাংলা শক্তিপুজোর ভূমি, দুর্গাপুজোর ভূমি। যেভাবে কষ্ট করে কাজ করছেন, খুব বড় ব্যাপার। সন্দেশখালির ঘটনাকে দেশের মধ্যে তুলে ধরা ছোট ব্যাপার নয়। নারীশক্তি বিশেষ রূপে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের আশীর্বাদ দেবে। তৃণমূল সরকার আছে, মানুষ বিরক্ত। কীভাবে তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত, কেন্দ্রের প্রকল্পের নাম কীভাবে বদলাচ্ছে, তা বলুন সকলকে।'

Advertisement

কিছুদিন আগে রেখা বলেছিলেন, 'গরিব বোনকে ভোট দিয়ে জেতান।গরিব বোনকে ভোট দিলে চুরি করে খাবে না।কারণ গরিব বোনটা জানে অন্নের কী দাম। সবাই আমার পরিবার। যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁরা ভোট দিয়ে নিজের অধিকার ছিনিয়ে নিন। মানুষ কীভাবে খাটে, তা জানা আছে।' যাঁরা কাজের জন্য ভিনরাজ্যে গিয়েছেন, তাঁরা যাতে ভোট দিতে আসেন, সেই ব্যাপারেও আহ্বান জানিয়েছেন রেখা। 'তৃণমূলের গুন্ডাবাহিনী' কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা থেকে সন্দেশখালির মানুষদের বঞ্চিত করেছে বলেও সরব হন রেখা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement