Advertisement

Sovandeb Chatterjee: 'দল না ছাড়লেই ভাল করত,' BJP-র তাপস রায়কে নিয়ে আক্ষেপ শোভনদেবের

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। এখন তিনি বিজেপির হয়ে কলকাতা উত্তরের লোকসভা ভোটের প্রার্থী। তাঁকে নিয়ে বুধবার মুখ খুললেন তৃণমূলের আর এক বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আক্ষেপ, 'দল না ছাড়লেই ভালো করত। আমি যখন চাকরি করতাম ও তখন কাউন্সিলর ছিল। তাপস অনেক দিনের সহকর্মী‌।'

শোভনদেব চট্টোপাধ্যায় ও তাপস রায়। কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2024,
  • अपडेटेड 1:31 PM IST
  • সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়।
  • এখন তিনি বিজেপির হয়ে কলকাতা উত্তরের লোকসভা ভোটের প্রার্থী।

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। এখন তিনি বিজেপির হয়ে কলকাতা উত্তরের লোকসভা ভোটের প্রার্থী। তাঁকে নিয়ে বুধবার মুখ খুললেন তৃণমূলের আর এক বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আক্ষেপ, 'দল না ছাড়লেই ভালো করত। আমি যখন চাকরি করতাম ও তখন কাউন্সিলর ছিল। তাপস অনেক দিনের সহকর্মী‌।'

'তাপসদা, শোভনদেববাবুরা ভদ্রলোক। তাঁরা চিরদিন যেভাবে রাজনীতি করেছেন, এখনও সেভাবেই রাজনীতি করে যাচ্ছেন। যে গুটিকয়েক নেতা আছেন, তাঁদের পক্ষে তৃণমূলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে।' একথা বলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও।

উল্লেখ্য, বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রে তাপসের বাড়িতে ইডি আসে। সেই সময় অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকী, সজল ঘোষেরা তাপসের সমর্থনে বার্তা দিলেও তৃণমূল থেকে কেউ তাঁর পাশে দাঁড়ায়নি সেভাবে। এ নিয়েও ক্ষোভ ছিল তাপসের বলেই খবর। দলের সঙ্গে সেই থেকে দূরত্বও বাড়ছিল। বিধানসভায় চুপচাপ হয়ে যান তাপস রায়।

দল ছাড়ার আগে নিজের ক্ষোভের কথা তাপস রায় আগেই জানিয়েছিলেন বরাহনগরে দলীয় কর্মিসভায়। বলেও গিয়েছিলেন আর বরাহনগরে আসবেন না। সে দিন কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন দলীয় কাউন্সিলাররা৷ বর্ষীয়ান নেতার কাছে আবেদন জানিয়েছিলেন সিদ্ধান্ত পরিবর্তনের। কিন্তু একরাশ ক্ষোভ, দলের প্রতি অভিমান জানিয়ে সোমবার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগই করলেন বরাহনগরের তিন বারের বিধায়ক এবং ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তাপস রায়।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement