Advertisement

Sudip Banerjee Vs Tapas Roy: 'মেসির মতো মাঠ ছাড়ব', ইঙ্গিতপূর্ণ সুদীপ;'মানুষই অবসরে পাঠাবে',তাপস-খোঁচা

শুক্রবার বেলেঘাটায় প্রচারে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি ন'বারের জনপ্রতিনিধি। এবার দশবার। মেসির মতো মাঠ ছাড়ব। ভোট থাকুক মনে। দেবেন ঘরের কোণে'। ওই মঞ্চেই ছিলেন কুণাল ঘোষ।

সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Mar 2024,
  • अपडेटेड 2:34 PM IST

উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছিল বিতণ্ডা। তবে দলনেত্রী তাঁর উপরেই ফের ভরসা রেখেছেন। সুদীপই প্রার্থী হয়েছেন তৃণমূলের। ভোটের প্রচারে বেরিয়ে সুদীপ ইঙ্গিত দিলেন, এবারই শেষবার লোকসভায় লড়ছেন। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা।   

শুক্রবার বেলেঘাটায় প্রচারে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি ন'বারের জনপ্রতিনিধি। এবার দশবার। মেসির মতো মাঠ ছাড়ব। ভোট থাকুক মনে। দেবেন ঘরের কোণে'। ওই মঞ্চেই ছিলেন কুণাল ঘোষ। যিনি আবার সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রার্থী ঘোষণার ঠিক আগে। উত্তর কলকাতায় অন্য কাউকে প্রার্থী করা হোক বলে দাবি করেছিলেন কুণাল। শেষপর্যন্ত প্রার্থী হন সুদীপই। তার আগে চা-চর্চায় বিষয়টি মিটমাট করে নেন সুদীপ-কুণাল।   

সুদীপের এ হেন মন্তব্যে প্রশ্ন উঠছে, এবারই কি শেষবার লোকসভা ভোটে লড়াই করছেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়? রাজনীতি থেকে অবসর নেবেন? সুদীপকে পাল্টা দিয়েছেন অধুনা বিজেপি নেতা একদা তাঁর সতীর্থ তাপস রায়। তাঁর খোঁচা,'ওনাকে অবসর নিতে হবে না। মানুষই হারিয়ে অবসর করিয়ে দেবে'।

প্রসঙ্গত, সুদীপের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্বের একাংশের। অতিসম্প্রতি কুণাল ঘোষ সুদীপের বিরুদ্ধে নিয়মিত সরব হয়েছিলেন। সুদীপকে বড় শাহজাহান বলে কটাক্ষও করেছেন। সুদীপের উপর ক্ষোভের কারণেই দল ছাড়েন তাপস রায়। সূত্রের খবর, উত্তর কলকাতা থেকে তাপসকে প্রার্থী করতে পারে বিজেপি। সুতরাং ভোটের ময়দানে মুখোমুখি হবেন সুদীপ-তাপস। যা নিয়ে তাপস রায়ে মন্তব্য,'এবার নিঃশব্দ বিল্পব হবে উত্তর কলকাতা আর বাংলায়'।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement