Advertisement

Prasun Banerjee: 'নির্বাচন কমিশনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে', প্রচারে বেরিয়ে 'হুঁশিয়ারি' প্রাক্তন IPS প্রসূনের

নির্বাচন কমিশনকে নিশানা করে 'হুঁশিয়ারি'। বিতর্কে পড়লেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী এবং প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রসুন। সেই সময়েই তিনি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে 'সতর্ক' করে দেন। তাঁর এই বক্তব্যের জেরে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে।

'নির্বাচন কমিশনকে স্কুলেই বসিয়ে রাখতে হবে', প্রচারে 'হুঁশিয়ারি' প্রাক্তন IPS প্রসূনের
Aajtak Bangla
  • উত্তর মালদা,
  • 17 Mar 2024,
  • अपडेटेड 3:40 PM IST
  • নির্বাচন কমিশনকে নিশানা করে 'হুঁশিয়ারি'। বিতর্কে পড়লেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী এবং প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়।
  • নির্বাচনী প্রচারে জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রসুন। সেই সময়েই তিনি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে 'সতর্ক' করে দেন।
  • তিনি বলেন, 'আমি সমস্ত বিএসএফ এবং আধাসামরিক বাহিনীকে আইনের আওতায় থাকতে বলছি। আমরাও আইনের আওতায় থাকব। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। যদি আধাসামরিক বাহিনী ভয় দেখানোর চেষ্টা করে, আমি আছি এখানে।'

নির্বাচন কমিশনকে নিশানা করে 'হুঁশিয়ারি'। বিতর্কে পড়লেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী এবং প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রসুন। সেই সময়েই তিনি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে 'সতর্ক' করে দেন। তাঁর এই বক্তব্যের জেরে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে।

তিনি বলেন, 'আমি সমস্ত বিএসএফ এবং আধাসামরিক বাহিনীকে আইনের আওতায় থাকতে বলছি। আমরাও আইনের আওতায় থাকব। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। যদি আধাসামরিক বাহিনী ভয় দেখানোর চেষ্টা করে, আমি আছি এখানে।'

তৃণমূল সমর্থকদের উদ্দেশে প্রসূন বলেন, 'নির্বাচন কমিশনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে। তাঁদের জল দিন। তাঁদের উপেক্ষা করবেন না। বুট, AK 47, SLR-এর কোন ব্যবহার হবে না। শুধু বলবেন আমি প্রসূন ব্যানার্জীকে ফোন করছি। আধঘণ্টার মধ্যে সে আসছে। সে সব আইন বুঝে নেবে।'

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন কবে?
শনিবার লোকসভা নির্বাচন ২০২৪-এর তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশে ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্যেও ৭ দফা জুড়ে ভোট হবে।পশ্চিমবঙ্গে কবে ভোট হবে তার তারিখও প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩, দ্বিতীয় দফায় ৩, তৃতীয় দফায় ৪, চতুর্থ দফায় ৮, পঞ্চম দফায় ৭, ষষ্ঠ দফায় ৮ ও সপ্তম দফায় ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। অর্থাৎ, বাংলায় ৭ দফাতেই ভোট হবে। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বাংলায় ৭ দফায় ভোট হয়েছিল। 

১৯ এপ্রিল, শুক্রবার: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 
২৬ এপ্রিল, শুক্রবার: রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট।
৭ মে, মঙ্গলবার: মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
১৩ মে, সোমবার: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল।
২০ মে, সোমবার: শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ।
২৫ মে, শনিবার: ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর।
১ জুন, শনিবার: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর, যাদবপুর।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement