Advertisement

Amit Shah in Bengal: হাইভোল্টেজ বালুরঘাট, আজ বাংলায় আসছেন শাহ, এরপর মোদীও?

লোকসভা ভোটের প্রচারে এই প্রথম পশ্চিমবঙ্গে সভা করছেন অমিত শাহ। সেই প্রচার শুরু হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাট থেকে। আজ দুপুর ১২টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের দৌলতপুরে সভা করবেন শাহ। বাংলায় প্রচার সেরেই শাহ রওনা দেবেন বিহারে।

Amit Shah
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 10 Apr 2024,
  • अपडेटेड 9:33 AM IST
  • আজ পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ
  • শাহের পর বালুরঘাটে সভা মোদীরও?
  • বালুরঘাটে সুকান্তর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের বিপ্লব মিত্র

লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) শুরু হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরেই। পশ্চিমবঙ্গেও ভোটের উত্তাপ তুঙ্গে। সভা, মিছিল, রাজনৈতিক তর্জা। ইতিমধ্যেই ভোটমুখী বাংলায় দু বার প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পালা। যার নির্যাস, আজ অর্থাত্‍ বুধবার বাংলায় আসছেন অমিত শাহ। লোকসভা ভোটের প্রচারে এই প্রথম শাহের সফর। 

শাহের পর বালুরঘাটে সভা মোদীরও?

লোকসভা ভোটের প্রচারে এই প্রথম পশ্চিমবঙ্গে সভা করছেন অমিত শাহ। সেই প্রচার শুরু হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাট থেকে। আজ দুপুর ১২টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের দৌলতপুরে সভা করবেন শাহ। বাংলায় প্রচার সেরেই শাহ রওনা দেবেন বিহারে। সেখানে সভা করবেন গয়াতে। দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালুরঘাটে। রাজ্য বিজেপি সূত্রের খবর,  আগামী ১৬ তারিখ বালুরঘাটেই আরেকটি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে ওই সভা করার কথা রয়েছে তাঁর।

বালুরঘাটে সুকান্তর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের বিপ্লব মিত্র

এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শাহের সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রাজ্য বিজেপি নেতৃত্বের টার্গেট, প্রায় ৬০ হাজার মানুষ থাকবেন সভায়। বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র। ইতিমধ্যেই বালুরঘাটে প্রচার সেরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অমিত শাহের সভাস্থল পরিদর্শন করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও সহসভাপতি প্রদীপ সরকার। ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যও। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement