Advertisement

Mamata Banerjee on INDIA Bloc: 'আমরা জোটে আছি, থাকব, অনেকে আমায় ভুল বুঝেছে,' INDIA জোট নিয়ে বলছেন মমতা

পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেসকে নিশানা করে মমতার মন্তব্য, 'বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনই ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ, সিপিএম আর কংগ্রেস মিলে বিজেপি-র টাকায় ভোটে দাঁড়িয়ে ভাবছে, একটু ভোট কেটে দিই। তৃণমূল হারলে আমাদের লাভ হবে। একটা ভোটও সিপিএম-কে দেবেন না। একটা ভোটও কংগ্রেসকে দেবেন না।'

Mamata Banerjee
Aajtak Bangla
  • হলদিয়া,
  • 16 May 2024,
  • अपडेटेड 3:57 PM IST
  • ভোট নিয়ে কাটাকুটি করবেন না: মমতা
  • INDIA জোটে আছি, থাকব: মমতা
  • বুধবার কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

কেন্দ্রে সরকার গড়তে INDIA জোটকে 'বাইরে থেকে সমর্থন'-এর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভুলভাল খবর দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি জোটে আছেন ও থাকবেন।

ভোট নিয়ে কাটাকুটি করবেন না: মমতা

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার হলদিয়ায় জনসভায় INDIA জোট প্রসঙ্গে মমতা বললেন, 'সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। ইন্ডিয়া জোটে থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।' পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেসকে নিশানা করে মমতার মন্তব্য, 'বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনই ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ, সিপিএম আর কংগ্রেস মিলে বিজেপি-র টাকায় ভোটে দাঁড়িয়ে ভাবছে, একটু ভোট কেটে দিই। তৃণমূল হারলে আমাদের লাভ হবে। একটা ভোটও সিপিএম-কে দেবেন না। একটা ভোটও কংগ্রেসকে দেবেন না।'

INDIA জোটে আছি, থাকব: মমতা

এরপরেই জোট প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, 'সর্বভারতীয় স্তরে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি, বাংলায় কোনও জোট নেই। কিন্তু ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছিলাম। আমরা জোটের সরকার তৈরি করব। আমরা জোটে আছি, জোটে থাকবো। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। ইন্ডিয়া জোটে থাকবো। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি, কোনও কোনও সংবাদমাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে। বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়।'

বুধবার কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

বুধবার জনসভায় মমতা বলেছিলেন, 'ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো। যাতে বাংলার মা-বোনেদের কোনও দিন অসুবিধা না হয়।'

বুধবার তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পরই বিরোধীরা সরব হয়। নানা ভাবে কটাক্ষ করা শুরু করেন। দমদম লোকসভার বামপ্রার্থী সুজন চক্রবর্তীর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও জাতীয় দল বিশ্বাস করে না। অন্যদিকে আজ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্য, 'এমন ভাবে হারাবো। দেশে ওদের কোনো রোল থাকবে না। এবার তৃণমূল এমন সংখ্যা পাবে, কেউ ওদের ডাকবেই না।' কংগ্রেসের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু ভাবে বিজেপি-কে সুবিধা করে দিতে চাইছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'আমি মমতাকে বিশ্বাস করি না। উনি জোট থেকে পালিয়েছিলেন। জোট ভেঙেছিলেন। কংগ্রেস ক্ষমতায় আসছে, তাই মমতা লাইন লাগাতে শুরু করেছেন।'

Advertisement

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement