Advertisement

Sukanta Majumdar: 'মুসলিম বিজেপি কর্মীদেরও হুমকি দিচ্ছে', ভোট পরবর্তী হিংসায় দাবি সুকান্তর

বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনে বাংলায় খারাপ ফল করেছে বিজেপি।

'মুসলিম বিজেপি কর্মীদেরও হুমকি দিচ্ছে', ভোট পরবর্তী হিংসায় দাবি সুকান্তর'মুসলিম বিজেপি কর্মীদেরও হুমকি দিচ্ছে', ভোট পরবর্তী হিংসায় দাবি সুকান্তর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2024,
  • अपडेटेड 3:19 PM IST
  • বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে
  • এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনে বাংলায় খারাপ ফল করেছে বিজেপি। ৩০-৩৫ আসনের লক্ষ্যমাত্রা নিলেও তাদের ঝুলিতে এসেছে মাত্র ১২টি আসন। যা ২০১৯ সালের ১৮ আসনের চেয়ে ৬টি কম।

এদিকে, অতীতের মতো এবার ভোট মেটার পর রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়েছে। জেলায় জেলায় বিজেপি নেতা কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ। রাজ্য বিজেপির অভিযোগ, ইতিমধ্যেই কয়েকশো বিজেপি কর্মী ঘরছাড়া রয়েছেন। কয়েকজনকে মারধর করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকিও পেয়েছেন কয়েকজন।

বৃহস্পতিবার সকালেই এনিয়ে প্রথমে মুখ খোলে সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীরা আক্রান্ত হলে তাঁরাও যে চুপ করে বসে থাকবেন না, সেটা জানিয়ে দিয়েছেন বালুরঘাট আসন থেকে জেতা সুকান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কিন্তু কিছু করার থাকবে না।'

আরও পড়ুন

পরে দুপুরে সুকান্ত সাংবাদিক বৈঠকে বলেন, 'বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে। এই ফলাফল মানুষের ভাবনার পুরো প্রতিফলন নয়। সংখ্যালঘু মুসলিম বিজেপি কর্মীদেরও হুমকি দিচ্ছে। পুলিশ দিচ্ছে হুমকি। এটা পুলিশের কাজ? পুলিশ ঠিক করে দেবে কে কোন দল করবে। ভোট পরবর্তী হিংসা চলছে। বর্ধমানে পার্টি অফিস কেরোসিন তেল দিয়ে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছে। মিনাখাঁতে আমাদের কর্মীদের সঙ্গে কথা বলব। সুন্দরবনের পুলিশ সুপারের সঙ্গে দেখা করব। আমি সবটাই জানাব।'

Read more!
Advertisement
Advertisement