'আগামী সপ্তাহে রাজনৈতিক বিস্ফোরণ ঘটবে। তৃণমূল সেটা সামলাতে পারবে না'। মালদার ইংরেজবাজারের সভায় ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কী ঘটতে চলেছে, তা খোলসা করেননি। খালি বলেছেন,'সমঝদার কা ইশারাই কাফি'।