লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ১ ফেব্রুয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ ওইদিন থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ কোচবিহারে সরকারি পরিষেবাপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে কোচবিহারে ১৯৮টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এরপরই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় ঘোষণা করেন।