বাংলায় সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই তা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে আসরে নামল তৃণমূল কংগ্রেস। এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে এক বা দুই দফায় নির্বাচন করার কথা বলা হয়েছিল। আজ একটি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এর আগেই আমরা বলেছিলাম নির্বাচন দুটি বা একটি ধাপে হোক। কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে সাত দফায় নির্বাচন ঘোষণা হল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যদি এক বা দুই দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দিতে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করার সংখ্যাটা অনেক বেশি হয়। বেশি দফায় হলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। শুনুন আর ঠিক কী কী বললেন রাজ্যের মন্ত্রী।