ভোটার সচেতনতায় বালি ভাস্কর্য তৈরি করলেন শিল্পী সুদর্শন পট্টনায়েক। লোকসভা নির্বাচনের প্রথম দফার আগে পুরীর সমুদ্র সৈকতে বালি ভাস্কর্য তৈরি করেন 'আই ভোট ফর সিউর'। অর্থাৎ 'আমি অবশ্যই ভোট দেব'।