লোকসভা নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎকার নিয়েছে ইন্ডিয়া টুডে টিভি। মুদ্রাস্ফীতি থেকে কর্মসংস্থান সব বিষয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, ১৪০ কোটি দেশবাসী এই নির্বাচনের কেন্দ্রবিন্দু। এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। সেইসঙ্গে কৃষক, নারী, যুবক, বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি হচ্ছে। এই মানুষগুলো ইতিবাচক ও নির্ধারকভাবে ভোট দিচ্ছে। তিন ধাপের পর, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ৪০০ পার হওয়া স্লোগান নয়, বাস্তবে দৃশ্যমান হচ্ছে। প্রথম তিন ধাপেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। সবাই আরও ভোট দেবে এবং বিজেপি এবং এনডিএ শক্তিশালী সরকার গঠন করবে।