মানুষ প্রতিবাদ করলেই এনআইএ ঢুকিয়ে দিচ্ছে। আরও একবার ভূপনিনগরের ঘটনায় বিজেপির ঘাড়েই দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম নবমীর দিন রাজ্যে হিংসা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়,'আবার রাম নবমী আসছে। একটা চকোলেট বোমা পড়লেই এনআইএ-কে ঢুকিয়ে দেবে। এখানে পুরুলিয়াতে গিয়ে খোঁজ নিচ্ছে কোন দলের কে হোটেলে থাকছে? তোমার কী কাজ? কোন হোটেলে কোন পার্টির লোক থাকবে? নির্বাচনের সময় আমরা সরকারের জায়গায় থাকি না। কর্মসূচিতে যে হেলিকপ্টার নিয়ে যাই, সেটাও দলের টাকায় ভাড়ায়। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই'।