আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দেবাংশু ভট্টাচার্যর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবারও গদ্দার বলে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু বলেন, 'লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছেন হেলিকপ্টার রানি , হেলিক্টার চড়ে আসছেন আর লাফিয়ে লাফিয়ে ভাষণ দিচ্ছেন। এরপরেই শুভেন্দু বলেন, 'আজ হলদিয়াতে খুব গালাগালি করেছে। গদ্দারবাবু বলেছে, কাল উত্তর দেব সন্ধে সাতটায়। এখানে কিছু বলব না। হলদিয়ার দুর্গাচকে বলব কাল। সব ধরে ধরে উত্তর দেব। আপনার সঙ্গে স্বাস্থ্য দফতরের ডাক্তার দাসের কী সম্পর্ক, সেটাও কালকে বলব। সব বলব, আমি জানি। আপনি কী কী কাণ্ড করেন। আপনার মুখ আর মুখোশ, সবাই জানে।'