ঘাটালে দুই তারকার লড়াই। একদিকে যেমন ছিলেন বিদায়ী সাংসদ দীপক অধিকারী (দেব) আর ঠিক তেমনই টক্করে ছিলেন আরও এক চিত্র তারকা হিরন চট্টোপাধ্যায়। এখনও অবধি যা খবর, তাতে এগিয়ে রয়েছেন সুপারস্টার দেব। শুরুতে ১০০-র কিছু বেশি ভোটে এগিয়ে ছিলেন হিরন। তবে বেলা বাড়তেই বদলে যায় ঘাটাল লোকসভা আসনের চিত্র। এই মুহূর্তে ৬,২৯৮ ভোটে এগিয়ে রয়েছেন বিদায়ী সাংসদ দেব।
লোকসভা নির্বাচনের ঠিক আগে একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। এরপরেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন দেব। ফের একবার তিনি ঘাটালের সাংসদ হওয়ার জন্য লড়াই করতে নেমেছিলেন। পাশাপাশি দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের জন্য রাজ্যের থেকে সাহায্য চেয়েছিলেন দেব। মমতা বন্দ্য়োপাধ্যায়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার। অন্যদিকে, বিজেপি বিধায়ক হিরণকে এই কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। দেব ২০১৪ সাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। তিনি প্রচারও চালিয়েছেন ব্যাপকভাবে।
অন্যদিকে, হিরণ ও দেবের এই লড়াই দারুণ জায়গায় গিয়েছিল। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়েছিল ঘাটাল। তবে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় একের পর এক রাউন্ডে পিছিয়ে পড়ছেন হিরন।