Advertisement

PM Modi Meets Bengal MPs: 'আপনারা অনেক দূর এগিয়েছেন...' বাংলার BJP MP-দের ছাব্বিশের জন্য কী 'ভোকাল টনিক' মোদীর?

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই বাংলার BJP সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কী পেপ টক দিলেন নরেন্দ্র মোদী?

বাংলার BJP সাংসদদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীরবাংলার BJP সাংসদদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 1:28 PM IST
  • বাংলার BJP সাংসদদের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর
  • ছাব্বিশের নির্বাচনের আগে আলাদা করে বৈঠক
  • নির্বাচন নিয়ে কী বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

সংসদের শীতকালীন অধিবেশনের মাঝেই বুধবার বাংলার BJP সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কী ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী? 

জানা গিয়েছে, বাংলার BJP সাংসদদের কাছে প্রধানমন্ত্রীর চেয়েছেন, যেভাবে রাজ্যের দুর্নীতি-আইনশৃঙ্খলার অবনতি এবং অপরাধ নিয়ে লড়াই চলছে, তা যেন নির্বাচনে পূর্ণতা পায়। বাংলার বিধানসভা নির্বাচনে জিততে হবেই বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, 'আপনারা অনেকদূর এগিয়ে গিয়েছে। শাসকদলের বিরুদ্ধে বাংলায় এভাবেই লড়াই জারি রাখতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে যেন বিধানসভা নির্বাচনে আমরাই জিতি।'

তৃণমূল সরকারের বিরুদ্ধে বঙ্গ BJP যেভাবে লড়াই করছেন, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত খবর এমনটাই। জানা গিয়েছে, BJP সাংসদ খগেন মুর্মুর উপর সাম্প্রতিক হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন তীব্র, ঠিক তখনই বাংলার সকল BJP সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক শুরু হয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ১২ জন BJP বিধায়ক রয়েছেন। রাজ্যসভায় রয়েছে  ২ জন। প্রত্যেকেই বৈঠকে ছিলেন বলে খবর। শীর্ষ BJP নেতৃত্বে এটিকে রুটিন বৈঠক বলে উল্লেখ করলেও বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে তাঁদের বিশেষ কিছু টিপস দিয়েছেন, তা সহজেই অনুমেয়। 

এদিকে, মঙ্গলবার নবান্নে তাঁর তিন মেয়াদের কাজের খতিয়ান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যার পোশাকি নাম ‘উন্নয়নের পাঁচালি’। মমতা বলেছেন, ‘আমাদের মা-ঠাকুমারা পাঁচালি পড়তেন। এখনও গ্রামের কিছু কিছু জায়গায় সেই চল রয়েছে। কিন্তু বহু জায়গাতেই তা আর হয় না। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই আমরা পাঁচালি শব্দটা ব্যবহার করলাম।’ এই 'পাঁচালি'-র তীব্র সমালোচনা ইতিমধ্যেই শুরু করেছে গেরুয়া শিবির। 

 

Read more!
Advertisement
Advertisement