
প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটারের নাম SIR খসড়া তালিকা থেকে বাদ পড়ল দক্ষিণ ২৪ পরগনায়। খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর বুধবার সকালে আলিপুর জেলাশাসক কোর্ট চেম্বারের কনফারেন্স হলে একটি সাংবাদিক বৈঠক করেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ভাস্কর পাল। কত জন রেজিস্টার্ড ভোটার ছিলেন এই জেলায় এবং তারপর সেই তালিকা থেকে কত জনের নাম বাদ পড়েছে তা বিস্তারিত জানান অতিরিক্ত জেলাশাসক, যিনি ওই জেলার জেলা নির্বাচনীব আধিকারিকও।
ভাস্কর পাল বলেন, 'BLO-দের দেওয়া তলিকা অনুযায়ী, এই জেলায় মোট ৮ হাজার ৮৫৯টি পোলিং বুথ রয়েছে। SIR প্রক্রিয়া শুরুর সময়ে এই জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ৮৫ লক্ষ ৯৪ হাজার ৭০৮। তার মধ্যে রেজিস্টার্ড ভোটার অর্থাৎ তালিকায় ঠাঁই হয়েছে ৭৭ লক্ষ ৭৬ হাজার ২৭৬ জনের। অর্থাৎ নাম নেই ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২ জমের। এর মধ্যে খসড়া তালিকায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৩৪ হাজার ২৫৭। ২ লক্ষ ২৭ হাজার ৮১৪ জন 'নিখোঁজ' তালিকায়। সম্ভবত এঁরা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন।' জানা গিয়েছে, কমপক্ষে ৩ লক্ষ ৩৭ হাজার ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে।
এদিকে, মঙ্গলবার কমিশন Logical Discrepancies বা যুক্তিগত অসঙ্গতি সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে, মোট ৭টি ক্যাটাগরির মধ্যে ৪টি ক্যাটাগরিতেই শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা। SIR-এর পরিভাষায় যুক্তিগত অসংগতি বলা হচ্ছে একে। বাবার নামে গড়মিলের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে এই জেলা। এমন ফর্মের সংখ্যা ৯ লক্ষ ৩৩ হাজার ৮৭২। যেখানে বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক মাত্র ১৫ বছর বা তার কম, এমন ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ১ লক্ষ ৩৯ হাজার ৭০২টি ফর্ম জমা পড়েছে। বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ৫০ বছর বা তার বেশি, এমন ক্ষেত্রেও সবার আগে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই ক্যাটাগরিতে দক্ষিণ ২৪ পরগনার মোট ১ লক্ষ ৯ হাজার ৫৬৭টি ফর্ম জমা পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে রয়েছে লিঙ্গ সংক্রান্ত তথ্যের অমিল ক্যাটাগরিতেও। ক্ষেত্রে এই জেলায় ১ লক্ষ ৬০ হাজার ৩১৬টি ফর্ম জমা পড়েছে কমিশনের দফতরে।