Advertisement

Suvendu Adhikary Sangrami Bhata: 'বিজেপির জেলবন্দিদের সংগ্রামী ভাতা দেব', ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikary Sangrami Bhata: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, যে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, তৃণমূলের জেলে বন্দী সমস্ত বিজেপি কর্মীদের ৫০০০ টাকা করে দেবে তাঁদের সরকার।

 'বিজেপির জেলবন্দিদের সংগ্রামী ভাতা দেব' শুভেন্দুর হুঁশিয়ারি পুলিশকেও 'বিজেপির জেলবন্দিদের সংগ্রামী ভাতা দেব' শুভেন্দুর হুঁশিয়ারি পুলিশকেও
Aajtak Bangla
  • নন্দীগ্রাম,
  • 10 Apr 2024,
  • अपडेटेड 12:14 AM IST

Suvendu Adhikary Sangrami Bhata: বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, তৃণমূলের জেলে বন্দী সমস্ত বিজেপি কর্মীদের ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তিনি এটিকে সংগ্রামী ভাতা বলে অভিহিত করছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, যে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, তৃণমূলের জেলে বন্দী সমস্ত বিজেপি কর্মীদের ৫০০০ টাকা করে দেবে তাঁদের সরকার।

তবে এই প্রতিশ্রুতি পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য আগাম দিয়ে রাখলেন বলে জানিয়ে দেন শুভেন্দু। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথকর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই এই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। যদিও তৃণমূলের তরফে একে কটাক্ষ করা হয়েছে।

এদিনের সভা থেকে শুভেন্দু জানান, যাঁরা ‘মিথ্যা মামলায়’ জেলে গিয়েছেন, তাঁদের জন্য এই উদ্যোগ। তিনি বলেন, "যত জনকে জেল খাটিয়েছে তৃণমূল সরকার, প্রত্যেককে ৫ হাজার টাকা করে ভাতা দেব।’ একইসঙ্গে পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যে তদন্তকারী অফিসাররা মিথ্য়া রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন, তাঁদের নামও লেখা থাকল বলে হুমকি দিয়েছেন তিনি। যদিও শুভেন্দুর দাবি, এটা হুঁশিয়ারি নয় সতর্কবার্তা।

আরও পড়ুন

এদিকে শুভেন্দু অধিকারীর এই ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলে প্রাক্তন সাংসদ তথা কুণাল ঘোষ কটাক্ষ করেন, ক্ষমতায় আসবেন না, বলে বসলেন ভাতা দেব। সুতরাং ক্ষমতা না এলে, দিতেও হবে না। মুখে লাগাম নেই। পাশাপাশি নির্বাচন কমিশন যাতে বিষয়টি দেখে, সেই আর্জিও জানিয়েছেন তৃণমূল নেতা।

 

Read more!
Advertisement
Advertisement