BJP-র কাছে আসানসোল সিটটা একটা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলার 20 জন প্রার্থীর নাম যখন প্রথম দফায় ঘোষণা করেছিল বিজেপি, তখন আসানসোল সিট নিয়ে তাদের কোনও সমস্যা ছিল না। শত্রুঘ্ন সিনহার উল্টো দিকে টাফ ফাইট দিতে ভোজপুরী গায়ক পবন সিং-কে প্রার্থী করেছিল। কিন্তু নাম ঘোষণার পর দিনই বিপদ। আসানসোল থেকে প্রার্থী হবেন না বলে তিনি জানিয়ে দেন। আসলে এই অঞ্চলের বেশির ভাগ ভোটার হিন্দিভাষী। তাই শত্রুঘ্ন সিনহার বিপরীতে এমন কাউকে প্রার্থী করতে হবে, সেখানে মান সম্মানটা থাকে। কিন্তু সম্প্রতি বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে আসানসোল কেন্দ্রের নাম নেই। আর এই নিয়ে টুইট যুদ্ধ শুরু হয়েছে। টুইটে কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়।