‘কেবলমাত্র গোমূত্র রাজ্যগুলিতে জেতে বিজেপি’, ডিএমকে সাংসদ ডিএনবি সেন্থিল কুমারের বেফাঁস মন্তব্যে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। লোকসভায় বক্তব্য রাখার সময় গোবলয়ের নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন ডিএমকে সাংসদ ডিএনবি সেন্থিলকুমার। তিনি বলেন যে রাজ্যগুলিকে রাজনীতির লোকেরা ‘গোমূত্র রাজ্য’ মনে করে, সেখানেই বিজেপি জেতে। সেই সঙ্গে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আর এই ঘটনায় শুরু হয় বিতর্ক।