Advertisement

কল্পতরু শাহ, চোখ রাখুন BJP-র সোনার বাংলা সঙ্কল্পের ১০ গুরুত্বপূর্ণ ঘোষণায়

তৃণমূলের ইস্তেহারে সব শ্রেণির মানুষকে খুশি করার প্রচেষ্টা করা হয়ছে। কম গেল না গেরুয়া পার্টিও। রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বঙ্গভোটের জন্য ইস্তাহার প্রকাশ হল পদ্মশিবিরের। তাতে সব শ্রেণির মানুষকে খুশি করার প্রেচষ্টা দেখা গেছে। তবে বাংলার মহিলাদের প্রতি বাড়তি নজর দিতে দেখা গেছে বিজেপিকে। ইস্তাহারের পোশাকি নাম গেরুয়া শিবির দিয়েছে ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’। এক নজরে দেখে নেওয়া যাক একুশের ভোটে কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করছে গেরুয়া শিবির।

Amit Shah
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2021,
  • अपडेटेड 9:04 PM IST
  • বাংলার মহিলাদের প্রতি বাড়তি নজর ইস্তেহারে
  • সব শ্রেণিকে খুশি করার চেষ্টা
  • ইস্তেহারের নাম ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’

তৃণমূলের ইস্তেহারে সব শ্রেণির মানুষকে খুশি করার প্রচেষ্টা করা হয়ছে। কম গেল না গেরুয়া পার্টিও। রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বঙ্গভোটের জন্য ইস্তাহার প্রকাশ হল পদ্মশিবিরের। তাতে সব শ্রেণির মানুষকে খুশি করার প্রেচষ্টা দেখা গেছে। তবে বাংলার মহিলাদের প্রতি বাড়তি নজর দিতে দেখা গেছে বিজেপিকে। ইস্তাহারের পোশাকি নাম গেরুয়া শিবির দিয়েছে ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’। এক নজরে দেখে নেওয়া যাক একুশের ভোটে কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করছে গেরুয়া শিবির।

মহিলাদের প্রতি বিশেষ নজর
রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ হবে।কেজি থেকে পিজি পর্যন্ত মহিলাদের পঠনপাঠন বিনামূল্যে হবে। সরকারি বাসেও মহিলাদের যাতায়াত হবে বিনামূল্যে। তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ৫০ হাজার টাকার বন্ড। ১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট। রাজ্য পুলিশে ৯টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির আশ্বাস। রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন। প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক, দায়িত্বে থাকবেন মহিলারাই।

 বিধবা ভাতা বাড়ান হবে
 বিধবা ভাতা মাসিক ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে। প্রসূতিদের অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হবে।

মৎস্যজীবীদের অনুদান
মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে ঘোষণা ইস্তেহারে।  মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা।

পিএম কিষাণ সম্মান নিধি চালু হবে
প্রধানমন্ত্রী  কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের ৩ বছরে প্রাপ্য ১৮ হাজার টাকা দেওয়া হবে।

আয়ুষ্মান ভারত প্রকল্প 
ক্ষমতায় এলে রাজ্যে লাগু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। যাতে রাজ্যের গরিব মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।  স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাদম্বিনী গাঙ্গুলির নামে ১০ হাজার কোটির তহবিল। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবনে এইমস-এর ধাঁচে হাসপাতাল।

Advertisement

 বাংলা ভাষাকে বাড়তি গুরুত্ব
সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার আবশ্যিক করার চেষ্টা। মাধ্যম যাই হোক, দশম শ্রেণি পর্যন্ত বাধ্য়তামূলক বাংলা ভাষা। ঘোষণা বিজেপির। বাংলায় মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন। 

পরিকাঠামো উন্নয়নে ৩০ হাজার কোটি বরাদ্দ
শহরে পরিকাঠামো উন্নয়নে ৩০ হাজার কোটি বরাদ্দ। বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের তৈরি হবে। কলকাতার উন্নয়নে ২২ হাজার কোটির তহবিল। কালীঘাটের আদিগঙ্গার সংস্কার করা হবে। 

রাজ্যে ৯টি পৃথক পর্যটন সার্কিট 
রাজ্যে ৯টি পৃথক পর্যটন সার্কিট তৈরি হবে। শান্তিনিকেতনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে ১৫০ কোটি বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে ২৫০০ কোটির তহবিল। ইস্তেহার ঘোষণা করেছেন অমিত শাহ।

অন্নপূর্ণা ক্যান্টিন চালু
রাজ্যে মা ক্যান্টিন চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ক্যান্টিন চালু করবে বিজেপি।। ৫ টাকায় ৩ বেলার আহারের ব্যবস্থা হবে। রাজ্যে ৫ টাকায় চিনি, ৩ টাকায় নুন, ১ টাকায় গম ও ৩০ টাকায় ডাল পাওয়া যাবে। 

রাজ্য সরকারি চাকরিতে  কমন এলিজিবল টেস্ট 
রাজ্য সরকারি চাকরির জন্য কমন এলিজিবল টেস্ট চালু হবে। এমএসএমই-তে ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টার ছাড়াই ঋণ। সি ফুড প্রসেসিং পার্ক তৈরি হবে। টলিউডের কলাকুশলীদেরও সাহায্য করা হবে। এসসি, এসটি সার্টিফিকেটের জন্য অনলাইন প্রক্রিয়া চালু হবে।  চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ৩৫০ করা হবে।  পার্শ্ব শিক্ষকদের বেতন প্রাথমিকে ১৫,০০০ এবং মাধ্যমিকে ২০,০০০ টাকা।

শরণার্থীদের নাগরিকত্ব 

প্রথম মন্ত্রিসভার বৈঠকেই  শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি। অনুপ্রবেশ সম্পূর্ণ রূপে বন্ধ করা হবে।  সেইসঙ্গে শাহের ঘোষণা সরস্বতী, দুর্গাপুজোর জন্য আদালতে যেতে হবে না।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement