রাজ্যে এবার বিজেপি আসছে। মানুষ এর পরিবর্তন চাইছে । কাল ফল ঘোষণার পর পরিষ্কার হয়ে যাবে বিজেপি ২০০ আসনের কাছাকাছি পাবে কিনা। তবে আমার বিশ্বাস দুশো পার হবে বিজেপি। শনিবার বিকেলে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন বিজেপির দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
তিনি পরিষ্কার জানিয়ে দেন মানুষের মধ্যে তৃণমূলের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে রাজ্যকে গত দশ বছরে কিছুই দিতে পারেনি তৃণমূল সরকার। তাই সেই জায়গা থেকে মানুষ পরিবর্তন চাইছে যার ফল আগামীকাল রবিবার ইভিএম মেশিন প্রমাণ হবে।
পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিন নিয়েও রাজনীতি করছেন বলে অভিযোগ করেন। তার দাবি কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে সরাসরি ভ্যাকসিন কিনতে দেওয়া হচ্ছে না কেন কিংবা নার্সিংহোম গুলি সরাসরি ভ্যাকসিন কিনতে পারছে না কেন দাবি তুলে সরব হয়েছিলেন এখন যখন সেই দাবি পূরণ হয়েছে তখন তিনি নতুন বায়না ধরেছেন। তিনি কোন সময়ই সুস্থির ব্যবস্থা চান না।
রাজুবাবুর দাবি, এই করোনা পরবর্তী পরিস্থিতিতে সকলকে সমান ভাবে মিলেমিশে মানুষের স্বার্থে কাজ করা উচিত। এই সময়ে রাজনীতির নয়। নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াইয়ে থাকবে কিন্তু সমস্ত জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলকে দায়িত্ব নিয়ে এই পরিস্থিতি থেকে মানুষকে বের করে নিয়ে আসার পথ খোঁজা উচিত।
শিলিগুড়ি, উত্তরবঙ্গ এবং পাহাড়ে বিজেপি ভাল ফল করবে বলে সাংসদের আশা। সব জায়গায় মানুষ, তৃণমূল বর্জিত সরকার চায় বলে তাঁর দাবি। উত্তরবঙ্গে ৫৪ টি আসনের সিংহভাগই বিজেপির দখলে থাকবে বলে তিনি মনে করছেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালবাজার, শিলিগুড়ি এমনকী মালদাতেও তাঁদের ভাল ফল হবে বলে মনে করছেন রাজুবাবু। তিনি জানান, মানুষ এখন বিজেপির সঙ্গে রয়েছে। সত্যিকারের পরিবর্তন এবার হবে।