Advertisement

Exclusive:'জবাব দেবেন শাহ নিজেই', মমতার হিন্দুত্ব চ্যালেঞ্জ নিয়ে আর কী বললেন শুভেন্দু?

ভারতীয় মিডিয়ার একনম্বর ব্র্যান্ড ইন্ডিয়া টুডে ও আজতককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব নিয়ে মুখ খুলেছেন। জানিয়ে দিয়েছেন রামচন্দ্রের মত তিনিও দুর্গা পুজো করেন। তিনিও হিন্দু। আর হিন্দুত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিতর্কেও নামতে পারেন তিনি। তৃণমূলনেত্রীর এই হিন্দুত্ব নিয়েই এবার পাল্টা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ব প্রসঙ্গে অমিত শাহ নিজেই মমতাকে জবাব দেবেন বলে জানিয়ে দিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র। সেই সঙ্গে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে লড়া নিয়েও আজতকের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী।

অমিত শাহের সঙ্গে মমতার বিতর্ক নিয়ে শুভেন্দুর জবাবঅমিত শাহের সঙ্গে মমতার বিতর্ক নিয়ে শুভেন্দুর জবাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2021,
  • अपडेटेड 10:13 PM IST
  • ইন্ডিয়া টুডে ও আজতককে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী
  • তাঁর প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
  • নন্দীগ্রামে বিজেপি প্রার্থী নিয়ে মুখ খুললেন শুভেন্দু


ভারতীয় মিডিয়ার একনম্বর ব্র্যান্ড ইন্ডিয়া টুডে ও আজতককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব নিয়ে মুখ খুলেছেন। জানিয়ে দিয়েছেন রামচন্দ্রের মত তিনিও দুর্গা পুজো করেন। তিনিও হিন্দু। আর হিন্দুত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিতর্কেও নামতে পারেন তিনি। তৃণমূলনেত্রীর এই হিন্দুত্ব নিয়েই এবার পাল্টা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ব প্রসঙ্গে অমিত শাহ নিজেই মমতাকে জবাব দেবেন বলে জানিয়ে দিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র। সেই সঙ্গে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে লড়া নিয়েও আজতকের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী।

অমিত শাহের সঙ্গে মমতার বিতর্ক
হিন্দুত্ব নিয়ে অমিত শাহকে বিতর্কে লড়ার চ্যালেঞ্জ দিয়েছেন তৃণমূলনেত্রী। এই নিয়ে শুভেন্দুর জবাব, "এর উত্তর অমিত শাহ নিজেই ভাল দিতে পারবেন। কিন্তু গত ২-৩ বছর ধরে, মমতা যেখানে জয় শ্রীরাম শুনেছেন তীব্র প্রতিবাদ করেছেন। জয় শ্রী রাম দেশের আন-বান-শান।"

Mamata Exclusive Interview: বিজেপির হিন্দুত্বের জবাব দিলেন মমতা, বিতর্কে বসতে শাহকে খোলা চ্যালেঞ্জ

ইন্জিয়া টুড ও আজতককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন নেতাজি জন্মজয়ন্তীতে ওভাবে সরাকরি অনুষ্ঠানে  জয় শ্রীরামে স্লোগান বিজেপি কর্মীরাই দিয়েছিল। তবে তিনি অপমানিত হলেও অনুষ্ঠান ছেড়ে যাননি। এমনকি প্রধানমন্ত্রীর কাছে কোনও নালিশও জানাননি। এই প্রেক্ষিতেই শুভেন্দুর বলেন, " আমি প্রশ্ন করতে চাই, কোথায় অপমানিত হয়েছেন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)?" রাজনৈতিক অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও নেতাজি জন্মজয়ন্তীতে জয় শ্রীরাম স্লোগানে কোনও ভুল নেই বলেই শুভেন্দুর দাবি, কারণ এই স্লোগান দেশের শৌর্যের প্রতীক।

আরও পড়ুন

নন্দীগ্রাম প্রসঙ্গ
নন্দীগ্রামে জনসভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন তিনি সেখান থেকে ২০২১ সালের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জও ছুড়তে শুরু করেছে তৃণমূল শিবির, এই আসনে মমতার বিরুদ্ধে লড়ার। তবে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের জবাব, " প্রার্থী নির্বাচন করবে দল। যিনিই ভোটে দাঁড়ান না কেন জিতবে বিজেপি। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই জনসভা থেকে প্রার্থী ঘোষণা হয়। বিজেপি এমন কাজ কখনও করবে না। এই দলে সংগঠন রয়েছে। তাই বিজেপির কেন্দ্রীয় কমিটি সঠিক সময়ে প্রার্থী নির্বাচন করবে। কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন আমাদের কর্মী সমর্থকরা। ৮- শতাংশ বুথেই দেওয়াল লিখন ও  প্রচার শুরু হয়ে গিয়েছে। "

Advertisement

Mamata Exclusive:"আমিও 'হিন্দু', প্রস্তুত আছি অমিত শাহের সঙ্গে ডিবেটে", Aajtak-কে দেওয়া সাক্ষাৎকারে আর কী বললেন মমতা?

তৃণমূলনেত্রী নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার ঘোষণা করার পরেই শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেছেন, বিজেপি মমতাকে অন্তত ৫০ হাজার ভোটে হারাবে। না হলে শুভেন্দু রাজনীতি ছেড়ে দেবেন। নন্দীগ্রাম শুভেন্দুর খাসতালুক হিসেবেই পরিচিত।

Read more!
Advertisement
Advertisement