Advertisement

নন্দীগ্রামকে বোন বলেছেন, এবার ডোমজুড়কে বলবেন সেজ বোন ! মমতাকে বিঁধে শুভেন্দু

নন্দীগ্রামকে বোন বলেছেন, এবার ডোমজুড়কে বলবেন সেজ বোন! বৃহস্পতিবার কারও নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)কে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এদিন রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন তিনি।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীবিজেপি নেতা শুভেন্দু অধিকারী
ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 28 Jan 2021,
  • अपडेटेड 11:55 PM IST
  • নন্দীগ্রামকে বোন বলেছেন
  • এবার ডোমজুড়কে বলবেন সেজ বোন
  • বৃহস্পতিবার কারও নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামকে বোন বলেছেন, এবার ডোমজুড়কে বলবেন সেজ বোন! বৃহস্পতিবার কারও নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)কে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এদিন রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন তিনি।

এদিন তিনি তৃণমূল সরকারকে দূষেছেন। নাম না করে বিঁধেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়াকেও। বলেন, যারা বিকাশ ভবনের সামনে পড়ে রয়েছে চাকরির দাবিতে, তাদের নিয়ে রাজ্য সরকার চিন্তিত নয়। চিন্তিত দিল্লি নিয়ে। একটা মাতব্বরকে নামিয়েছে, আমার সম্পর্কে আমার বাড়ির সম্পর্কে মন্তব্য করছে। মানুষ কুকুরকে কামড়ায় না। আমি তাকে কিছুই বলব না। বলছেন পচা মালরা বেরিয়ে গেলে খুব ভাল। একুশের নির্বাচন বাংলা আর বাঙালির কাছে গুরুত্বপূর্ণ।

এদিনি তিনি আরও বলছেন, বলছেন আমি দুটোতেই দাঁড়াব। ভবানীপুর আর নন্দীগ্রাম। আমি বলছি দাঁড়াতে দেব না। নন্দীগ্রামকে বোন বলেছেন।  এবার ডোমজুড়কে বলবেন সেজবোন। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো। এরপর উত্তরপাড়া, চন্দননগরকে বলবে ছোট বোন। প্রবীর ঘোষালও বেসুরো। সকালে দেখলাম পোস্টার পড়ে গেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, খুব বড়ো ল ইয়ার। লড়ে আর হারে। সে নাকি মদ খেয়ে কবীর বসুর বাড়িতে বসে আছে। তৃণমূলকে হরি বোল বলতেই হবে। স্লোগান চুরি করে লাভ হবে না। নবান্নের ভিতরে বাঁশ দিয়ে ঘর করেছে, আর বলছে দুয়ারে সরকার।  স্বাস্থ্য সাথী ঢপের চপে ভুলবেন না।

এদিকে, দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে বিজেপির সমাবেশে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অন্যদিনের মতোই ৷ সেই সঙ্গে কটাক্ষ করেন রাজ্যের এডিজি জ্ঞানবন্ত সিংকে-ও ৷ চন্দনগরের সার্কাস ময়দানে এবার শুদ্ধিকরণের কাজ নিয়ে কেশপুরের আনন্দপুরে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

তাঁর কটাক্ষ, এডিজি জ্ঞানবন্ত সিং হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নামের প্রাইভেট কোম্পানির একজন আপার ডিভিশন ক্লার্ক। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে বিঁধেছেন তিনি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement