Advertisement

কয়লা-গরুপাচার, CBI-এর পর এবার ED-র হানা রাজ্যের ১৫ জায়গায়

সিবিআই (CBI)-এর পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED বা ইডি)। কয়লা এবং গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের পর এবার তল্লাশি শুরু করলো ইডি। সোমবার ইডির ১৫টি দল কলকাতা এবং জেলার বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালায়। এদিন বিধাননগরের অফিস থেকে ১৫টি দল তল্লাশি অভিযান শুরু করে।

কয়লা এবং গরুপাচার কাণ্ডে সিবিআই এর পরে এবার তল্লাশি শুরু করল ইডি (প্রতীকি ছবি)কয়লা এবং গরুপাচার কাণ্ডে সিবিআই এর পরে এবার তল্লাশি শুরু করল ইডি (প্রতীকি ছবি)
অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 11 Jan 2021,
  • अपडेटेड 1:12 PM IST
  • সিবিআই-এর পরে এবার ইডি
  • কয়লা এবং গরুপাচার কাণ্ডে সিবিআই এর পরে এবার তল্লাশি শুরু করলো ইডি
  • সোমবার ইডির ১৫টি দল কলকাতা এবং জেলার বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালায়

সিবিআই (CBI)-এর পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED বা ইডি)। কয়লা এবং গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের পর এবার তল্লাশি শুরু করলো ইডি। সোমবার ইডির ১৫টি দল কলকাতা এবং জেলার বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালায়। এদিন বিধাননগরের অফিস থেকে ১৫টি দল তল্লাশি অভিযান শুরু করে। 

অবৈধ কয়লা খনি এবং গরু পাচারের অভিযোগে সিবিআই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি করেছে। কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছে। কয়লাকাণ্ডে যুক্ত অন্যতম অভিযুক্তের নাম অনুপ মাঝি। তার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এই ঘটনার তদন্ত করেতে নেমে ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে এনামুল হক নামে এক ব্যক্তিকে। তিনি গরু পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এর পাশাপাশি সিবিআই হানা দিয়েছিল বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারের বাড়িতে। তাকে গ্রেপ্তার করা হয়েছে সতীশ কুমারের বাড়ি বিধাননগরে। 

এবার একই অভিযোগে তদন্ত নেমে পড়েছে ইডি। চালানো হচ্ছে তল্লাশি। বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে ইডির দল। সোমবার সকালে ইডির বিধাননগরের অফিস থেকে ১৫টি দল সেই উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মধ্যে একটি দল কলকাতার বাঙুরের গণেশ বাগারিয়া নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছে যান। বাগারিয়া এনার্জি অ্যাগ্রো গ্রুপ প্রাইভেট লিমিটেডের কর্ণধার। তার সঙ্গে অনুপ মাঝির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। কোন্নগরের কানাইপুর শান্ত্রী নগর এলাকায় ইডি হানা চালায়। সোমবার সকালে নীরজ সিং ও অমিত সিংয়ের বাড়িতে হানা দেয় ইডি।

আরও পড়ুন

য়লা পাচার চক্রে জড়িত অনুপ মাঝি নামে এক ব্যক্তির নাম সামনে এসেছে। লালা নামেই সে পরিচিত। সিবিআই জানতে পেরেছে, এই লালা নামের ব্যক্তির বেআইনি কয়লা খনির বিরাট নেটওয়ার্ক রয়েছে। গত ২৮ নভেম্বর সল্টলেকে লালার বাড়িতে একপ্রস্থ তল্লাশি চালায় সিবিআই। কলকাতায় একাধিক জায়গায় লালার অফিসেও তল্লাশি চালায় সিবিআই।

এনার্জি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার মালিক এই গণেশ বাগাড়িয়া। বাঙুর অ্যাভিনিউয়ে বাড়ি। নিজাম প্যালেসে গণেশের অফিসেও হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গণেশ বাগাড়িয়া হল অনুপ মাঝির অন্যতম শাগরেদ। তল্লাশি অভিযান এখনও চলছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement