Advertisement

বাংলার SIR নিয়ে আরও সতর্ক EC, খসড়া তালিকার আগেই রাজ্যে ৫ স্পেশাল অবজার্ভার

রাজ্যে SIR নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন। কাজে যেন কোথাও কোনও গলদ না থাকে, তার জন্য রাজ্যে আরও ৫ স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন।

নির্বাচন কমিশননির্বাচন কমিশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 7:56 PM IST
  • স্পেশাল রোল অবজার্ভারদের নিয়োগ করা হয়েছে।
  • বুধবারই তাঁরা রাজ্যে আসছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
  • রাজ্যে SIR নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন।

রাজ্যে SIR নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন। কাজে যেন কোথাও কোনও গলদ না থাকে, তার জন্য রাজ্যে আরও ৫ স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন। পাঁচটি আলাদা আলাদা ডিভিশনের জন্য এই স্পেশাল রোল অবজার্ভারদের নিয়োগ করা হয়েছে। আগামীকাল বুধবারই তাঁরা রাজ্যে আসছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

এদিন সোনাগাছিতে SIR নিয়ে  স্পেশ্যাল ক্যাম্পে সাংবাদিকদের তিনি জানান, পাঁচটি আলাদা আলাদা বিভাগের দায়িত্ব দিয়ে এই পাঁচ স্পেশাল রোল অবজার্ভারকে নিয়োগ করা হয়েছে। 

  • প্রেসিডেন্সি ডিভিশন (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া)-এর দায়িত্বে রয়েছে রবিকান্ত সিং।
  • মেদিনীপুর ডিভিশন (দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া)-এর দায়িত্বে রয়েছেন নীরজকুমার বানসোর। 
  • বর্ধমান ডিভিশন (বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি)-র দায়িত্বে রয়েছেন কৃষ্ণকুমার নিরালা। 
  • মালদা ডিভিশনের (মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর) দায়িত্বে রয়েছেন অলোক তিওয়ারি 
  • জলপাইগুড়ি ডিভিশন (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার)-এর দায়িত্বে রয়েছেন পঙ্কজ যাদব।

উল্লেখ্য, এর আগে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে SIR-এর স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত করেছিল কমিশন। পাশাপাশি ভোটার তালিকা তৈরির মূল দিকগুলি তদারকি করার জন্য  ১২ জন আইএএস অফিসারের একটি বিশেষ পর্যবেক্ষক দলও তৈরি করেছিল। আর এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোথাও কোনও খামতি না থাকে, সে দিকে আরও বেশি করে নজর রাখতেই ডিভিশন অনুযায়ী ভাগ করে আরও পাঁচ জন উচ্চপদস্থ আধিকারিককে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করল কমিশন।

উল্লেখ্য, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যৌনকর্মীদের ভোটার অধিকার নিশ্চিত করতে স্পেশ্যাল ক্যাম্পে হাজির হয়েছিলেন। সেখানেই এই স্পেশাল অবজার্ভারদের কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

 

Read more!
Advertisement
Advertisement