INDIA জোটে তৃণমূল কংগ্রেসের থাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনে দু'রকমের মন্তব্য করেছেন। এবার জোটে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন CPIM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঠিক করুক, কী করবেন।
'নিজের অবস্থান আগে ঠিক করুন'
সীতারাম ইয়েচুরির কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় কোন সময় বলছেন তিনি ইন্ডিয়া জোট তৈরি করেছেন আবার কখনও তিনি বলছেন বাইরে থেকে তিনি সমর্থন করবেন তিনি নিজের অবস্থান আগে ঠিক করুন।' বৃহস্পতিবার কলকাতায় সিপিএমের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি ৷ সেখানেই তিনি মমতার ওই বক্তব্যের প্রসঙ্গ তোলেন ৷ INDIA সরকার তৈরি হলে মমতার বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা শুনে তিনি বিভ্রান্ত বলে দাবি করেন ৷ ইয়েচুরির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকমাস ধরে মমতা ইন্ডিয়া জোটকে কোনও সাহায্য করছেন না ৷ এখন হঠাৎ করে বলছেন যে তৃণমূল ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবে ৷ এর অর্থ তৃণমূল ইন্ডিয়া সরকারে থাকতে চায় না ৷
'অনেকে আমায় ভুল বুঝেছে'
বৃহস্পতিবার হলদিয়ায় সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোট নিয়ে বলেন, 'সর্বভারতীয় স্তরে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি, বাংলায় কোনও জোট নেই। কিন্তু ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছিলাম। আমরা জোটের সরকার তৈরি করব। আমরা জোটে আছি, জোটে থাকবো। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম। ইন্ডিয়া জোটে থাকবো। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি, কোনও কোনও সংবাদমাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে। বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়।'
ঠিক তার আগের দিন, অর্থাত্ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলার মা-বোনেদের কোনও দিন অসুবিধা না হয়।'
'পশ্চিমবঙ্গে নয়। জোট হয়েছে দিল্লিতে'
INDIA জোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ভাবে কটাক্ষ করছেন বিরোধীরা। মমতার বক্তব্য, পশ্চিমবঙ্গে নয়। জোট হয়েছে দিল্লিতে। এখানে বাম ও কংগ্রেস রাজনৈতিক বিরোধী। হলদিয়ার সভায় বাম ও কংগ্রেসকে টার্গেট করে তিনি বলেন, 'বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনই ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ, সিপিএম আর কংগ্রেস মিলে বিজেপি-র টাকায় ভোটে দাঁড়িয়ে ভাবছে, একটু ভোট কেটে দিই। তৃণমূল হারলে আমাদের লাভ হবে। একটা ভোটও সিপিএম-কে দেবেন না। একটা ভোটও কংগ্রেসকে দেবেন না।'