Advertisement

Mamata Banerjee: বিধানসভা ভোটের পরই রাহুলের মতো ভারত জোড়া যাত্রা করবেন মমতা? নিজেই দিলেন ইঙ্গিত

SIR-এর প্রতিবাদে বনগাঁ শহরের ত্রিকোণ পার্কে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, 'ইলেকশনের পর আমি দেশ চষে বেড়াব।'

বনগাঁ থেকে বড় ঘোষণা মমতারবনগাঁ থেকে বড় ঘোষণা মমতার
Aajtak Bangla
  • বনগাঁ,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 4:03 PM IST

লোকসভা ভোটের আগে ভারত জোড়ো যাত্রা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ‘নবজোয়ার’ যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি সেই পথেই হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর কথায় অন্তত এমন ইঙ্গিত মিলল। মঙ্গলবার SIR-এর প্রতিবাদে বনগাঁ শহরের  ত্রিকোণ পার্কে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, 'ইলেকশনের পর আমি দেশ চষে বেড়াব।'

মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেন, 'আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব।' সেইসঙ্গে তৃণমূলনেত্রীর ভবিষ্যদ্বাণী, 'বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। ২০২৯ বড় ভয়ংকর। ক্ষমতা হারাবে বিজেপি। দিল্লির জায়গা দখল করবে তৃণমূল।'

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, SIR  হোক, তাতে আপত্তি নেই। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর এই কাজ করা হচ্ছে, তাতে প্রচুর প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া এই সময় ধান কাটার কাজে ব্যস্ত থাকে কৃষকরা। যেভাবে ২-৩ বছরের কাজকে ২-৩ মাসের মধ্যে শেষ করার চেষ্টা হচ্ছে তাতে একদিকে সাধারণ মানুষ যেমন হয়রানির স্বীকার তেমনই বিএলও-দের নাভিশ্বাস অবস্থা হচ্ছে। এরপরই রাজ্যের প্রশাসনিক প্রধানের অভয়বার্তা, 'ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না, কেউ আত্মহননের পথ বেছে নেবেন না।'

বিহার ভোট নিয়েও ফের একবার বিজেপিকে নিশানা করেন মমতা, বলেন, 'ওঁরা তোমার খেলা ধরতে পারেনি, কিন্তু আমরা তোমার খেলা ধরতে পেরেছি , বাংলা দখল করার জন্য তুমি এত লোভী কেন? তুমি বাঙালিদের পছন্দ করো না, তাই তুমি বাঙালিদের চুপ করে রাখতে চাও।' তৃণমূলনেত্রী আরও বলেন, 'আমি তোমাকে বলতে চাই, বাংলা দখলের চেষ্টায় শীঘ্রই গুজরাত হারাবে এবং অবশেষে দেশের ক্ষমতা হারাবে।' মমতা বলেন, 'যদি তুমি বাংলাকে  টার্গেট করো, মনে রেখো জনগণের উপর যেকোনও আক্রমণকে আমি ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করি, তাহলে আমি পুরো জাতিকে নাড়িয়ে দেব। নির্বাচনের পর আমি পুরো দেশ ভ্রমণ করব।'  মমতা বলেন, 'আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement