আর কিছুক্ষণের অপেক্ষা। বেলা ১০টা ৪৫ মিনিটে তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাকিরা শপথ নেবেন বৃহস্পতিবার ও শুক্রবারে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। থাকবেন বড় নেতারাও। এছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও। আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বও। তবে নির্বাচনের ফল ঘোষণার পর যেভাবে তাঁদের দলীয় কর্মী সমর্থকদের ওপরে হামলা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি দিলপ ঘোষ। অন্যদিকে এই হামলার প্রতিবাদে এদিন ধরনায় বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।