Advertisement

৬ মাস ধরে জল নেই! ব্যান্ডেলের মানসপুরে ভোট বয়কটের ডাক স্থানীয়দের

ব্যান্ডেল (Bandel) স্টেশন রোড লাগোয়া দেবানন্দপুর পঞ্চায়েতের মানষপুর এলাকায় ভোট বয়কটের বেশকয়েকটি পোষ্টার দেখা যায়। পোষ্টারে লেখা রয়েছে 'ভোট বয়কট, ৬ মাস ধরে জল পরা বন্ধ! ব্যান্ডেল মানষপুর, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব।' স্থানীয়দের অভিযোগ গত ৬ মাস ধরে জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছ। তাই সমস্যা না মিটলে ভোট বয়কট করবেন তাঁরা। জলের সমস্যার কথা মেনে নিয়েছেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষও। 

ভোট বয়কটের ডাকভোট বয়কটের ডাক
ভোলানাথ সাহা
  • ব্যান্ডেল,
  • 11 Mar 2021,
  • अपडेटेड 10:37 AM IST
  • পানীয় জলের দাবি
  • ভোট বয়কটের ডাক ব্যান্ডেলে
  • ১৫ দিনে সমাধানের আশ্বাস কর্মাধ্যক্ষর


জলের দাবিতে এবার ভোট বয়কটের (Vote Boycott) ডাক ব্যান্ডেলের মানসপুরে। ব্যান্ডেল (Bandel) স্টেশন রোড লাগোয়া দেবানন্দপুর পঞ্চায়েতের মানষপুর এলাকায় ভোট বয়কটের বেশকয়েকটি পোষ্টার দেখা যায়। পোষ্টারে লেখা রয়েছে 'ভোট বয়কট, ৬ মাস ধরে জল পরা বন্ধ! ব্যান্ডেল মানষপুর, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব।' স্থানীয়দের অভিযোগ গত ৬ মাস ধরে জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছ। তাই সমস্যা না মিটলে ভোট বয়কট করবেন তাঁরা। জলের সমস্যার কথা মেনে নিয়েছেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষও। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিগত বছর কয়েক আগে প্রতি বাড়ি থেকে নুন্যতম চার হাজার টাকার বিনিময়ে টাইম কলের ব্যবস্থা করে দেয় পঞ্চায়েত। কিন্তু বছর খানেক আগে থেকেই শুরু হয় জলের সমস্যা। আর গত ৬মাস থেকে সেই সমস্যা তীব্র আকার ধারন করেছে। গোটা এলাকায় বর্তমানে একটি মাত্র টিউবয়েল। যা দিয়ে প্রায় ১০০টি পরিবারের জলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে জল না এলে এই বছর ভোট দেবেন না তাঁরা। এবিষয়ে দেবানন্দপু গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেশ রাজভর জলের সমস্যার কথা মেনে নিয়ে বলেন, ওই এলাকায় জলের সমস্যা মেটাতে কাজ শুরু হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে।

প্রসঙ্গত একই দাবিতে বুধবার বিক্ষোভ ও ভট বয়কটের ডাক দেন শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া এলাকার বাসিন্দারা। জাতীয় সড়কও অবরোধ করেন তাঁরা। জানা গেছে, গত বছর নভেম্বর মাসে শিলিগুড়ির শক্তিগড় এলাকার PHE -র পানীয় জলের রিজার্ভারের ছাদ ভেঙে যাওয়ার ছবি প্রকাশ্যে আসার পরেই তড়িঘড়ি তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তার পর থেকেই ওই রিজার্ভার থেকে সরবরাহ হওয়া এলাকাগুলিতে জলের সমস্যা প্রবল আকার ধারণ করেছে। জানা গিয়েছে এই রিজার্ভার থেকেই জল পৌঁছাত শীতলাপাড়া এলাকাতেও। কিন্তু সম্প্রতি ব্যাপক আকারে বেড়েছে জল সংকট। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে একাধিকবার স্থানীয় পুর কো-অর্ডিনেটরকে জানালেও মেটেনি সমস্যা। অবশেষে এদিন জাতীয় সড়ক অবরোধ করে ভোট বয়কটের ডাক দেন স্থানীয়রা। যদিও সেই ক্ষেত্রেও সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস পুর কো-অর্ডিনেটরের। 

Advertisement

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement